শিরোনাম
◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৬:০৩ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢামেক ইমেজিং বিভাগের সামনে থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমেজিং বিভাগের সামনে থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৬৫ বছর হতে পারে। তার পরনে ছিল লুঙ্গি ও পাঞ্জাবি এবং একটি পায়ে সমস্যা ছিল।

ঢামেকের আনসার কমান্ডার আব্দুর রঊফ জানান, শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে ঢামেকের আনসারের টহল সদস্যরা বর্হিবিভাগে এক্স-রে ও ইমেজিং বিভাগের সামনে ফ্লোর থেকে মরদেহ দেখতে পান। পরে বিষয় কর্তৃপক্ষ ও ঢামেক পুলিশ ফাড়িকে অবহিত করেন।

তিনি বলেন, ধারনা করা হচ্ছে, হয়তো লোকটি সেখানে গিয়ে স্টোক করে মারা গেছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। 

তিনি বলেন, মৃত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক (৬৫)। বিষয়টি শাহবাগ থানায় অবিহিত করা হয়েছে। আইনি প্রকৃয়া শেষে মরদেহটি উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে বহির্বিভাগের দ্বায়িত্বরত ওয়ার্ড মাস্টার মোঃ বাশার বলেন, বিষয়টি শুনেছি। আজ হাসপাতালের ঐ বিভাগ বন্ধ রয়েছে। তবে কিভাবে সেখানে মরে আছে, হাসপাতালে ভর্তি রোগী কিনা এ-সব খোঁজ খবর নেয়া হচ্ছে।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়