মাসুদ আলম : রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকেরা । মঙ্গলবার সকাল ৮টা থেকে দুুপুর পর্যন্ত বিক্ষোভ করে। পরে বকেয়া বেতনের প্রতিশ্রুতি পাওয়ার পর তারা কাজে যোগ দেন।
শ্রমিকরা বলছেন, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে তাদের বেতন পরিশোধ করা হয়। তবে ২০ তারিখ হলেও তাদের বেতন দেওয়া হয় না।
এখানের ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মিত বেতন দেয় না। বেতন দিলেও নানা অজুহাত দেখিয়ে টাকা কেটে রাখে। প্রতি মাসে নিয়মিত বেতন দিতে হবে এবং কোনো টাকা কাটা যাবে না।
তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন পাওয়ার ব্যবস্থা করে দিলে তারা কাজে ফিরে যান। সম্পাদনায়: আল আমিন