মনজুর এ আজিজ : বাংলাদেশের সিরামিক টাইলসের জগতে এক নম্বর ব্রান্ড আকিজ সিরামিক টাইলসের আরও একটি এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন হলো রাজধানীর বাংলামোটরে। সোমবার বাংলামোটরের লিংক রোড এলাকায় আকিজ সিরামিক টাইলসের বিজনেস অ্যাসোসিয়েট ইয়াসির ট্রেড করপোরেশনের এক্সক্লুসিভ শোরুমটির উদ্বোধন করা হয়।
উদ্ধোধন কালে আকিজ সিরামিক টাইলসের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ খোরশেদ আলম উপস্থতি ছলিনে। এসময় আরও উপস্থিত ছিলেন-আকিজ সিরামিক টাইলসের ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ আশরাফুল হক, ইয়াসির ট্রেড করপোরেশনের স্বত্বাধিকারী মো. হাসান-উর-রশিদ প্রমুখ।
উল্লেখ্য পরপর তিনবার বেস্ট ব্র্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করা দেশের সেরা সিরামিক টাইলস ব্র্র্যান্ড আকিজ সিরামিক টাইলস ‘প্রমিজ অব পারফেকশন’ এর দৃঢ় প্রত্যয় নিয়ে বরাবরই ক্রেতাদের চাহিদা অনুযায়ী গুণে-মানে সেরা ও নিত্যনতুন টাইলস পণ্য বাজারে নিয়ে আসছে। সম্পাদনা: আলামিন শিবলী