শিরোনাম
◈ আ. লীগের নিবন্ধন বাতিল ইস্যুতে বৈঠক শেষে যা বলছে ইসি (ভিডিও) ◈ প্রবাসী আয়ে সর্বকালের রেকর্ড গড়লো বাংলাদেশ! ◈ জুলাই-আগস্টের সকল হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার: চিফ প্রসিকিউটর ◈ স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা : প্রধান উপদেষ্টা ◈ চোখ বেঁধে গুজরাট থেকে উড়োজাহাজ-লঞ্চে করে আনা হয়েছে, জানালেন ভুক্তভোগীরা ◈ টেস্ট থেকে অবসরে কোহলি ◈ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন: শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ ৫ অভিযোগ ◈ নেতাকর্মীদের জন্য জামায়াত আমিরের জরুরি বার্তা ◈ ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, ৪ বছরে উন্নয়নে বরাদ্দ সর্বনিম্ন ◈ গাজীপুরে হত্যা মামলার আসামিদের তালাবদ্ধ বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই তিন বসতঘর

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৩০ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে পুলিশের উচ্ছেদ অভিযান

উচ্ছেদ অভিযান

ইমদাদুল হক,সাভার: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পুলিশ। রোববার ভোর পর্যন্ত সাভারের আমিনবাজার থেকে রেডিওকলোনী পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এই উচ্ছেদ অভিযানে সাভার মডেল থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ ও সাভার হাইওয়ে থানা পুলিশও অংশগ্রহণ করে।

পুলিশ জানায়, বর্তমান সরকার মহাসড়কে যানজট নিরসনে ঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে উন্নীত করেছে।

তবুও একটি অসাধু চক্র মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে রেডিওকলোনী পর্যন্ত দুই পাশ দখল করে ভাসমান দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করে আসছিলো।

যার ফলে মহাসড়কে যানজটসহ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছিলো। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের নির্দেশে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় কয়েক’শ ভাসমান দোকানপাট গুড়িয়ে দিয়ে মহাসড়কের সৌন্দর্য ফিরিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।  

ওসি আরও জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানজট থাকবে না বলে আশা করা হচ্ছে।

উচ্ছেদ অভিযান পরিচালনার সময় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলা হয়, মহাসড়কের দুই পাশে কেউ দোকানপাট বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে অথবা যেখানে সেখানে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করলে গাড়িচালকদের বিরুদ্ধে মামলাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আল আমিন 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়