শিরোনাম
◈ গাজীপুরে হত্যা মামলার আসামিদের তালাবদ্ধ বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই তিন বসতঘর ◈ আওয়ামী লীগের পক্ষে ফেসবুক-ইউটিউবে কথা বললেই গ্রেপ্তার! ◈ কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন? ◈ জনঅভিযোগে সাড়া দিচ্ছে সরকার: দুর্নীতি ও অনিয়ম নিয়ে ৯০৯টি ই-মেইল, শুরু হয়েছে পর্যালোচনা ও ব্যবস্থা গ্রহণ ◈ শেখ হাসিনার রাজনৈতিক ভুলে সব শেষ, খেসারত দিচ্ছেন সাধারণ কর্মীরা ◈ “নারীকে অপমান ইসলামবিরোধী কাজ”—নারী কমিশন নিয়ে সমালোচনার জবাবে ফরহাদ মজহার ◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত ◈ পাকিস্তানে আত্মঘাতী হামলা, ২ পুলিশ নিহত ◈ আসছে ঘূর্ণিঝড় 'শক্তি'র আশঙ্কা: ২৪-২৬ মে উপকূল আঘাত হানতে পারে ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা, চলে যেতে পারে আন্ডারগ্রাউন্ডে

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটা

সড়ক অবরোধ

মাসুদ আলম : সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চাকরি প্রত্যাশীরা।

শুক্রবার বিকেল ৪টায় ‘চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম, বাংলাদেশ’ ব্যানারে তারা বিক্ষোভ করে। এতে করে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। 

পরে বিকেল ৫টায় পুলিশ চাকরি প্রত্যাশীদের অবরোধ তুলে নিতে বললে বাকবিতন্ড শুরু হয়। এক পর্যায় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ  করে দেয়। এতে প্রায় ১০ জন আহত হন।  

পরে চাকরি প্রত্যাশীরা শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে গিয়ে বিভিন্ন স্লোগান দেন। এর আগে একই দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। 

আন্দোলন কারীদের অন্যতম সমন্বয়ক সাজিদ সেতু বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে ১০ জনকে আহত করেছে। সোনিয়া ও শাওন নামে দুজনের অবস্থা গুরুতর। 
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, সড়ক অবরোধের  করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে।

পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়