মোস্তাফিজুর রহমান: রাজধানীর মালিবাগ রেলক্রসিং এ ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৭০ বছর। নিহতের পরনে ছিল গোলাপি ও জলপাই রঙের সুতি শাড়ি ও বেগুনি রঙের পেটিকোট। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে কমলাপুর থানার উপপরিদর্শক এসআই মোঃ ফিরোজ আহমেদ। তিনি বলেন, মঙ্গলবার রাতে অসাবধানতাবশত মালিবাগ রেলক্রসিং পার হওয়ার সময় অজ্ঞাত মহিলা (৭০) কমলাপুর হতে ছেড়ে আসা জয়দেবপুরগামী তুরাগ কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সেখানে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।