শিরোনাম
◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২২, ১০:৩৬ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২২, ১০:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসক্রিমের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শিশু ধর্ষণ

মোস্তাফিজুর রহমান: রাজধানীর হাজারীবাগে পাঁচ (৫) বছরের শিশু রুবিনাকে আইসক্রিমের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে। শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী বার্নিস মিস্ত্রী কামাল (৪০) কে আটক করেছে পুলিশ। হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, যৌন নির্যাতনের অভিযোগে কামালকে আটক করা হয়েছে, নির্যাতনের শিকার শিশুটিকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ঐ কর্মকর্তা উপপরিদর্শক আবুল কালাম আজাদ। 

শিশুটির বাবা জানিয়েছেন, তিনি গাড়ি চালক, তার স্ত্রী বাসা বাড়িতে কাজ করেন। তার দুই ছেলে এক মেয়ে। এর মধ্যে মেয়েটি ছোট। সকালে স্বামী স্ত্রী দু'জনেই কাজে চলে যান। রাতে বাসায় ফিরেন।

তিনি বলেন, একই বাসার পাশের ভাড়াটিয়া কামাল (৪০) ফার্নিসাস্ পলিশ মিস্ত্রী রোববার সন্ধ্যায় আইসক্রিমের খাওয়ানো ও মোবাইলে গেমস খেলতে দেয়ার প্রলোভন দেখিয়ে তার রুমে নিয়ে যৌন নির্যাতন চালায়। 

শিশুটি মা বাসায় ফিরার পর জানতে পারে যৌনাঙ্গে ব্যাথাসহ নানা সমস্যা দেখা দিচ্ছে। পরে তার মা (শিশুটির) কাছ থেকে জানতে পারেন নির্যাতনের ঘটনা। সোমবার (২২ আগস্ট) রাতে শিশুটিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়