শিরোনাম
◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২২, ০১:০৩ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২২, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড্ডায় বিয়ের ৮ মাসের মাথায় গৃহবধূর আত্মহত্যা

প্রতীকী ছবি

ঢামেক প্রতিবেদক: রাজধানীর বাড্ডা থানার দারোগা বাড়ির মোড় এলাকায় সুমাইয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সুমাইয়া ও তার স্বামী একসঙ্গে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন।

রোববার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সুমাইয়াকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমাইয়া আক্তারের স্বামী মেহেদী হাসান বলেন, রাতে আমরা একসঙ্গে ডিউটি শেষ করে বাসায় আসি। পরে সুমাইয়া পাশের রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। আমি দেখতে পেয়ে তাকে নিচে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করি। আট মাস আগে সম্পর্ক করে আমাদের বিয়ে হয়। গত মাসে আনুষ্ঠানিকভাবে সুমাইয়াকে আমার হাতে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু তার পরিবার সেটা করতে পারেনি। বিষয়টি নিয়ে সুমাইয়ার মন খারাপ থাকতো। এছাড়া কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য বা কথা কাটাকাটি হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানাকে জানিয়েছি। সুমাইয়ার পরিবারের লোকজন হাসপাতালে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়