রাজধানীর লালবাগের বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) এক ব্যাংক কর্মকর্তার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার অভিযোগ মৃতের স্ত্রী ও শাশুড়ির দিকে।
শুক্রবার বিকালে (২৬ সেপ্টেম্বর) খবর পেয়ে লালবাগ থানার পুলিশ অত্র থানাধীন আরএনডি রোড জমজম টাওয়ারের ৫ম তলায় তার বাসা থেকে মরদেহ উদ্ধার করে, পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন ওই থানার উপপরিদর্শক এসআই দেবাশীষ তালুকদার।
খুলনা, আড়ংঘাটা উপজেলার তেলিগাতী গ্রামের মৃত নবাব আলী খানের ছেলে। বর্তমানে ওই বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের ভাই নুরুল ইসলাম জানিয়েছেন, তার ভাই স্ট্যান্ডার্ড ব্যাংকের ইমামগঞ্জ শাখায় হিসাব কর্মকর্তা হিসাবে চাকরি করতেন।
তিনি বলেন, ওই বাসায় ছিলেন আমার বৃদ্ধা মা নুর জাহান বেগম, নিহতের স্ত্রী সায়মা বেগম লোভা, তার শাশুড়ি ও তাদের ছোট ছোট দুই সন্তান। এ ঘটনাটি তার স্ত্রী তার রুমে ডুকে দরজা বন্ধ করে তাকে কুপিয়ে হত্যা করে।
সে সময়ে ওই রুমে সে রেস্টে ছিল। সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল, সে আহত অবস্থায় কোনো রকম দরজা খুলে বের হয়ে মাকে বলছিল, মা বটি টা ধরো। সে সময়ে বটিটা ছিল তার স্ত্রীর হাতে। সঙ্গে তার শাশুড়িও জড়িত ছিল, দাবি বড় ভাই নুরুল ইসলামের।
তিনি আরো বলেন, বটির ধারালো বটির আঘাত তার শরীরের গলায়, দু’হাতসহ একাধিক জখম রয়েছে।
তিনি বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
পুলিশের উপপরিদর্শক (এসআই) জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।