শিরোনাম
◈ ৭১ এ গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়ে যা বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের হাতে আটক: পরিচয় মিলেছে বাংলাদেশি পুলিশ-কর্মকর্তার ◈ সৌদিতে এক সপ্তাহে প্রায় ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার ◈ প্রত্যাবাসন, ন্যায়বিচার ও টেকসই সমাধান নিয়ে রোহিঙ্গা সংলাপ শুরু ◈ এবান বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সুখবর দিল সরকার! ◈ নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ থাকছে না সরকারের হাতে? ◈ যুক্তরাষ্ট্রের 'দাদাগিরির' সামনে বন্ধু হয়ে উঠতে পারবে প্রতিদ্বন্দ্বী ভারত ও চীন? ◈ ওমানের গোল্ডেন ভিসা মিলবে ৩১ আগস্ট থেকে, আবেদনের যোগ্যতা ও ভিসার সুবিধা যা আছে ◈ কেউ বলতে পারছে না, কে দেশ চালাচ্ছে: জি এম কাদের ◈ দুই গোলে পিছিয়ে পড়েও অ‌বিশ্বাস‌্য জয় বার্সেলোনার

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর-সাতক্ষীরা গামী বাসে অজ্ঞান পার্টিরা লুটে নিল গরু ব্যবসায়ীর টাকা

আইরিন হক, বেনাপোল (যশোর): যশোরের শার্শার সাতমাইলে যশোর-সাতক্ষীরা গামী একটি বাসে অজ্ঞান  পার্টির সদস্যরা  ইসরাইল(৬৫)  নামে  এক গরু ব্যবসায়ীকে অচেতন করে তার সাথে থাকা সব  টাকা লুটে নিয়েছে। তবে এসব কান্ডের সাথে জড়িত কেউ সনাক্ত হয়নি।

 শনিবার (২৩ মার্চ) রাত ১১ টা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। এর আগে এদিন বিকালে সাতক্ষীরাগামী একটি  বাস থেকে অজ্ঞান অবস্থান যাত্রীরা তাকে উদ্ধার করে বাগআঁচড়ার সাতমাইলে অবস্থিত জোহরা ক্লিনিকে ভর্তী করে।

স্বজনের কাছ থেকে জানা যায়, যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি বাজার থেকে বাসে উঠে  এ গরু ব্যবসায়ী  সাতমাইল গরু হাটের  উদ্দেশ্যে রওনা দেন। বাসটি বাগআচড়া বাস ষ্টান্ডে পৌছালে বাসের হেলপার তাকে নামতে বলে গায়ে হাত দিয়ে দেখতে পান সে অচেতন অবস্থায় রয়েছে। পরে কয়েকজন বাস যাত্রী ঐ গরু ব্যবসায়ীকে নামিয়ে স্থানীয় ক্লিনিকে ভর্তী করেন। পরে গরু ব্যবসায়ীর পকেটে থাকা একটি পরিচয় পত্র থেকে তার ঠিকানা সনাক্ত করা হয়। এসময় দেখা যায় তার পরনে থাকা লুঙ্গী ব্লেট দিয়ে কাটা রয়েছে।  তবে সে অজ্ঞান থাকায় তার কাছে ঠিক কত টাকা ছিল তা জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে লাখ টাকার বেশি হতে পারে।

এদিকে স্থানীয়রা তাদের জানান, সাম্প্রতি যশোর- সাতক্ষীরা সড়কে অজ্ঞান পার্টির দৌরত্ব বেড়েছে।  প্রাইয় নেশা জাতীয় কিছু সেবন বা শুকিয়ে যাত্রীদের অজ্ঞান করে সাথে থাকা সব লুটে নিচ্ছে। তবে অজ্ঞান পার্টিদের তার্গেট বেশি থাকে গরু ব্যবসায়ীর উপর। কারন এরা নগত টাকা বেশি সাথে বহন করে। যারা লুটকারি তারা আগে থেকে গরু ব্যবসায়ীদের টাকা বহনের তথ্য জেনে পিছু নেয়। পরে সুযোগ বুঝে তাকে অজ্ঞান করে টাকা লুটে নেয়। তবে এ চক্রের সাথে বাসের চালক বা হেলপারও  জড়িত থাকতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়