শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ‘মবের শিকার’ পুলিশের সাবেক ওসি

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুরে বাজার করতে গিয়ে ‘মবের শিকার’ হয়েছেন পুলিশের সাবেক ওসি মাসুদুর রহমান। তিনি বর্তমানে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ফরিদপুরে কর্মরত। এর আগে তিনি রাজবাড়ি জেলার কালুখানি থানা ও রাজবাড়ি সদরের সাবেক ওসি ছিলেন।

২০১৭ সালের আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের বিভিন্ন থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন এই পুলিশ কর্মকর্তা। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১ টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচা বাজারে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচা বাজারে পরিবারের জন্য বাজার করতে যান। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী পরিচয়ে ১০ থেকে ১২ জন মব সৃষ্টি করে ইন্সপেক্টর মাসুদুর রহমানকে আটকে রেখে মারধর করেন।

এক পর্যায়ে হামলাকারীরা নেতাকর্মীরা তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পুলিশ জানায়, মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচা বাজারে ইন্সপেক্টর মাসুদুর রহমানকে বাজার করতে দেখে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন ও রাজিব তাদের ১০-১২ জন সহযোগিকে খবর দেয়। এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন ও রাজিবের সহযোগিরা বাজারে এসে তাকে (মাসুদুর রহমান) ঘিরে ফেলেন। এ সময় তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়। পরে এই পুলিশ কর্মকর্তার হাতে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে চাঁদা দাবি করে হামলাকারীরা।

সবশেষ পুলিশ ঘটনাস্থলে এসে মাসুদুর রহমানকে উদ্ধার করে স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মীকে আটক করে।

এ ব্যাপারে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচাবাজার থেকে এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আটকও আছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

সুত্র : ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়