শিরোনাম
◈ ঈদুল আজহার ছুটিতে যে তিন দিন ব্যাংক খোলা থাকবে ◈ জীবন রক্ষাকারী পণ্য ছাড়া সব আমদানি-রপ্তানি বন্ধ, কঠোর কর্মসূচি ঘোষণা এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ◈ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত ◈ ক্রিকেট ধারাভাষ্য দিয়ে ম্যাচ প্রতি কত আয় ক‌রেন তারা? ◈ সি‌রিজ খেল‌তে পাকিস্তানে পৌঁছেছে বাংলা‌দেশ দ‌লের একাংশ ◈ ‌রেকর্ড, সাকিবকে টপকে গে‌লেন মুস্তা‌ফিজ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ যেভাবে দেশ ছেড়েছেন ◈ ইশরাককে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলনে অনড় কর্মীরা, বন্ধ নগর ভবন (ভিডিও) ◈ পছন্দ হয়নি শিরোনাম : সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা কৃবি প্রশাসনের ◈ ২০ নেতার সঙ্গে দুই দফায় সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ০৪:৪২ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইশরাককে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলনে অনড় কর্মীরা, বন্ধ নগর ভবন (ভিডিও)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়ন ও ইশরাকের সমর্থকরা। টানা ১০ দিন ধরে চলা কর্মসূচির কারণে একপ্রকার অচল হয়ে পড়েছে নগর ভবনের সব ধরনের কার্যক্রম।

রোববার (২৫ মে) সকাল ১০টার পর থেকে নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা 'মেয়র ছাড়া নগর ভবন চলতে পারে না' স্লোগান দেন। কর্মসূচিতে অংশ নেওয়া এক কর্মী বলেন, 'ইশরাক হোসেনকে শপথ করিয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলেি আমরা আন্দোলন প্রত্যাহার করব।'

আন্দোলনের কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে কি না—এমন প্রশ্নে কর্মচারী হাসান বলেন, 'মানুষের ভোগান্তির জন্য আমরা দায়ী নই। যারা আদালতের রায় অনুযায়ী দায়িত্ব পালন করছে না, তারাই দায়ী।'

সরেজমিনে গিয়ে আজ নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন প্রবেশপথে তালা লাগানো দেখা গেছে। কেবল পাশের পকেট গেট দিয়ে কেউ কেউ ভেতরে প্রবেশ করলেও সেবা নিতে আসা সাধারণ মানুষ ফিরে যাচ্ছেন। ভবনের অঞ্চল-১ ও অঞ্চল-৪-এর কার্যালয়সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

আলাউদ্দিন নামে চানখারপুলের এক বাসিন্দা বলেন, 'ছেলের জন্ম নিবন্ধন সংশোধন করতে কয়েকদিন ধরে ঘুরছি। তবে অফিসই খুলছে না।'

এছাড়া, নগর ভবনে অবস্থিত স্থানীয় সরকার বিভাগও ১৫ মে থেকে বন্ধ। এর ফলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও সেদিন থেকে নগর ভবনে অফিস করতে পারছেন না।

এর আগে, ১৪ মে থেকে 'ঢাকাবাসী' ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাকের সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। পরে ২৪ মে (শনিবার) আন্দোলনকারীরা আবার নগর ভবনে অবস্থান নেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে জয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ইশরাক হোসেন ফল বাতিল চেয়ে মামলা করেন। গত ২৭ মার্চ আদালত ওই ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।

তবে, ১৪ মে সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাইকোর্টে রিট করে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চান। সেই রিট খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ।

ইশরাক সমর্থকরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

এই প্রেক্ষাপটে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাককে শপথ পড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে। মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী শনিবার সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা আদালতের রায়ের কপি পেয়েছি। ২৬ মের মধ্যে শপথ অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে, শিগগিরই সিদ্ধান্ত হবে।'

সব ঠিক থাকলে আগামীকাল সোমবার ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান হতে পারে বলেও জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়