শিরোনাম
◈ আমদানি-রপ্তানি বন্ধে বাণিজ্য, রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ◈ এবার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখবে জনগণ : তারেক রহমান ◈ দুই প্রকল্পে প্রায় ৭ হাজার কোটি টাকা দিলো বিশ্বব্যাংক ◈ বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক ঘাঁটি নির্মাণে চীনের আগ্রহ: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন ◈ অন্তর্বর্তী সরকারের সংকট কাটলো নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি হলো ◈ ঈদুল আজহার ছুটিতে যে তিন দিন ব্যাংক খোলা থাকবে ◈ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত ◈ ক্রিকেট ধারাভাষ্য দিয়ে ম্যাচ প্রতি কত আয় ক‌রেন তারা? ◈ সি‌রিজ খেল‌তে পাকিস্তানে পৌঁছেছে বাংলা‌দেশ দ‌লের একাংশ ◈ ‌রেকর্ড, সাকিবকে টপকে গে‌লেন মুস্তা‌ফিজ

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৫, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদুল আজহার ছুটিতে যে তিন দিন ব্যাংক খোলা থাকবে

আসন্ন ঈদুল আজহার পূর্বে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস প্রদানের সুবিধার্থে কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৫ জুন) ব্যাংক খোলা থাকবে। রোববার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহার পূর্বে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন, বোনাস-অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে আগামী বৃহস্পতিবার (৫ জুন) সরকারি ছুটির দিন সীমিত পরিসরে তফসিলি ব্যাংক খোলা থাকবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সরকারি ছুটির দিন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। 

বৃহস্পতিবার (৫ জুন) অফিস সময়সূচি: সকাল ১০টা হতে বিলেক ৪টা পর্যন্ত। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। 

এতে আরও বলা হয়, ওষুধ শিল্পখাতসহ আমদানি ও রপ্তানিমূখী শিল্প প্রতিষ্ঠান ও গ্রাহকদের গুরুত্বপূর্ণ এবং বৈদেশিক লেনদেন সম্পাদনের লক্ষ্যে বুধবার (১১ জুন) ও বৃহস্পতিবার (১২ জুন) সরকারি ছুটির দিন ব্যাংকের স্বীয় বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা সীমিত পরিসরে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

অফিস সময়সূচি: সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত। লেনদেন চলবে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীগণ বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। 

ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হলো। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়