শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০১:১৬ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ৫ ছিনতাইকারী আটক

মোঃরফিকুল ইসলাম মিঠু উত্তরা, ঢাকা: রাজধানীতে পৃথক তিনটি এলাকায় ছিনতাইয়ের চেষ্টা এবং ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল শুক্রবার তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে আজ শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, তেজগাঁও, মিরপুর ও উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. সাজ্জাত হোসেন ওরফে সাগর (৪২), মো. ওয়াসিম আকরাম (৩৫), মো. সুমন (৩০), মো. সুলতান মাহমুদ খান (৪৫) ও মোহাম্মদ শান্ত (২৯)। তাঁদের কাছ থেকে ১ লাখ ২০০ টাকা, তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তেজগাঁওয়ের সাতরাস্তা ক্রসিংয়ের উত্তর সিগন্যালের যাত্রীছাউনির সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট মো. সোহরাব হোসাইন। গতকাল বেলা ১১টা ৪০ মিনিটের দিকে কয়েকজন ছিনতাইকারী বাসের এক যাত্রীর টাকা ছিনতাই করে পালাচ্ছিলেন। তখন সোহরাব হোসাইন লোকজনের সহায়তা নিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন। তাঁরা হলেন মো. সাজ্জাত হোসেন, মো. ওয়াসিম আকরাম ও মো. সুমন। তাঁদের কাছ থেকে ১ লাখ টাকা উদ্ধার করা হয়।  

পুলিশ জানিয়েছে, গতকাল রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর মিরপুরের সেতারা টাওয়ারের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক মিরপুর জোনের সার্জেন্ট মো. রবিন রানা। তিনি এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে মো. সুলতান মাহমুদ খান নামের এক ব্যক্তিকে ধাওয়া করে গ্রেপ্তার করেন। এ ছাড়া রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় গতকাল দিবাগত ১২টার দিকে ছিনতাইয়ের চেষ্টাকালে মোহাম্মদ শান্তকে গ্রেপ্তার করেন ট্রাফিক উত্তরা-পূর্ব জোনের সার্জেন্ট শাহাদাত হোসেন শান্ত। এসব ঘটনায় পৃথক মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়