মাসুদ আলম: রাজধানীর আদাবরে সৈয়দা সিনথিয়া নামে এক নারীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী সামিউদ্দিন রব্বানীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। বুধবার রাজধানীর মিরপুরের টোলারবাগ এলাকা থেকে রব্বানীকে গ্রেপ্তার করা হয়।
গত ১৮ জুলাই আদাবরের একটি বাসা থেকে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
র্যাব-২ এর সহকারী পরিচালক বলেন, ২০১৩ সালে সিনথিয়ার সঙ্গে ফেসবুকে সামিউদ্দিন রব্বানীর পরিচয় হয়। ২০১৯ সালে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করে আদাবরে একটি ভাড়া বাসায় থাকতে শুরু করেন। গত ১৮ জুলাই বাসাটি থেকে পচা দুর্গন্ধ ছড়ালে ভবনটির বাসিন্দারা বাড়ির মালিককে জানান। পরে আদাবর থানা পুলিশ ওই নারীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করে।