নাহিদ হাসান: রাজধানীর পুরান ঢাকার হাজারীবাগ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২০ বছর।
সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হাজারীবাগ আলী হোসেন গার্লস স্কুল গলিতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাওন বিশ্বাস জানান, খবর পেয়ে আলী হোসেন গার্লস স্কুল গলির খুশবুহ রেস্টুরেন্টের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তিনি জানান, ঘটনাস্থলের আশপাশের কেউ তার পরিচয় জানাতে পারেননি। তার মাথায় ও বাম পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।