শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২২, ০৪:১৬ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২২, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে মুদ্রা প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: রাজধানীর মিরপুর এলাকা থেকে বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- লিটন শিকদার ও নেছা খালাসী। তাদের কাছ থেকে নগদ ১ লাখ টাকাসহ মালয়েশিয়ান মুদ্রা ১০০ রিঙ্গিত ও গামছা দিয়ে পেঁচানো ডলার সাদৃশ্য বান্ডেলের মধ্যে একটি হুইল সাবান জব্দ করা হয়েছে।

মিরপুর মডেল থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান বলেন, গত ১৭ জুন কবির নামের এক ব্যক্তিকে মালয়েশিয়ান মুদ্রা ১০০ রিঙ্গিত বিক্রির কথা বলে তার কাছ থেকে নগদ ১ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় প্রতারণা চক্রের সদস্যরা। ওই দিনই কবির থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তিনি বলেন, ওই জিডির সূত্রে তদন্ত করে মঙ্গলবার শেরে-ই-বাংলার শিশুমেলা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে ওসি জানান, চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় বৈদেশিক মুদ্রা দেখিয়ে তা বিক্রির কথা বলে সাধারণ লোকজনের কাছ থেকে সর্বস্ব নিয়ে কৌশলে পালিয়ে যেতেন। এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়