শিরোনাম
◈ এইচএসসির উত্তরপত্র আপাতত বোর্ডে না পাঠানোর নির্দেশ ◈ হত্যা চেষ্টার স্থলে ফিরে যাওয়ার সংকল্প ট্রাম্পের  ◈ দেশকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা : প্রধানমন্ত্রী ◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ বাংলাদেশ নিয়ে আমার বক্তব্য বিকৃত করেছে বিজেপি: মমতা ব্যানার্জি ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ১২:৪৮ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৪, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণে শিশু দগ্ধ

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণে মো. রাসেল মিয়া (১২) নামে এক শিশু দগ্ধ হয়েছে। চিকিৎসকরা বলছেন, তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।

[৩] দগ্ধ অবস্থায় শুক্রবার (২৪ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে আনা হয়। 

[৪] দগ্ধের ভাই আশিক বলেন রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন আল বশির জামে মসজিদের সামনে বাসার অদূরে হেঁটে পানি আনতে গেলে সেখানে ওই এলাকায় মারামারি ঘটনা ঘটে। সেখানে হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়, এতে সে দগ্ধ হয়। এছাড়াও সেখান আরো দুই এক জন আহত হয়েছে। পরে রাসেলকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।

[৫] আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ তরিকুল ইসলাম বলেন, জানিয়েছেন শিশুটির শরীরে ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। 
বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

[৬] রাসেলের গ্রামের বাড়ি খুলনা জেলার খালিশপুর থানায়। বর্তমানে সে মোহাম্মদপুর হুমায়ুন রোড ব্লক ডি বিহারী ক্যাম্পে পরিবারের সঙ্গে থাকে। সম্পাদনা: হ্যাপী

এমআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়