শিরোনাম
◈ শাহজালালে আবারও যাত্রী হয়রানি, ব্যাখ্যা দিলো বেবিচক ◈ ভারতে পালিয়ে বাংলাদেশকে ‘উগ্রপন্থীদের নতুন ঘাঁটি’ বলে নওফেলের অপপ্রচার ◈ চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন ◈ সাইফ আলি খানের ওপর হামলাকারী সম্ভবত বাংলাদেশি: মুম্বাই পুলিশ ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন কোথায় ◈ হৃদয়বিদারক দৃশ্যে দেখা গেলো রিকশাচালক ইসমাইলের করুণ মৃত্যু (ভিডিও) ◈ শুধু বিচ দেখতে পর্যটক আসবে না, তাদের জন্যে বিনোদনের ব্যবস্থাও করতে হবে: এভিয়েশন বিশেষজ্ঞ ◈ ‘চা খেতে ৩০০ টাকা নেওয়া’ সেই এসআই ক্লোজড! ◈ জাবিতে মধ্যরাতে ছাত্রী হল রুমে যুবক, অতপর... ◈ আঙুলের ছাপ এবং আইরিশ দিয়েছেন, তবে এখনো পাসপোর্ট পাননি সাবেক স্পিকার শিরীন শারমিন

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ১২:৪৮ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৪, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণে শিশু দগ্ধ

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণে মো. রাসেল মিয়া (১২) নামে এক শিশু দগ্ধ হয়েছে। চিকিৎসকরা বলছেন, তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।

[৩] দগ্ধ অবস্থায় শুক্রবার (২৪ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে আনা হয়। 

[৪] দগ্ধের ভাই আশিক বলেন রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন আল বশির জামে মসজিদের সামনে বাসার অদূরে হেঁটে পানি আনতে গেলে সেখানে ওই এলাকায় মারামারি ঘটনা ঘটে। সেখানে হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়, এতে সে দগ্ধ হয়। এছাড়াও সেখান আরো দুই এক জন আহত হয়েছে। পরে রাসেলকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।

[৫] আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ তরিকুল ইসলাম বলেন, জানিয়েছেন শিশুটির শরীরে ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। 
বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

[৬] রাসেলের গ্রামের বাড়ি খুলনা জেলার খালিশপুর থানায়। বর্তমানে সে মোহাম্মদপুর হুমায়ুন রোড ব্লক ডি বিহারী ক্যাম্পে পরিবারের সঙ্গে থাকে। সম্পাদনা: হ্যাপী

এমআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়