মুযনিবীন নাইম: [২] রাজধানীর বিজয়নগরের একটি পরিত্যক্ত বাসা থেকে নাজমুল হাসান (৭২) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
[৩] বুধবার বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
[৪] নাজমুল হাসানের বোন নার্গিস বেগমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হন। এ বিষয়ে কোনো তথ্য দেবেন না বলেও জানান তিনি।
[৫] রমনা থানার এসআই সুজন চন্দ্র দে বলেন, আমরা দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সে দীর্ঘদিন ধরে নাজমুল হাসান বাসায় একাই থাকতেন। যে বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি পরিত্যক্ত। তিনি অবিবাহিত ছিলেন। আমরা গিয়ে দেখি তার সমস্ত শরীরের পচন এবং পোকা ধরে গেছে। প্রাথমিকভাবে এটি হত্যা না কি অন্য কিছু সে বিষয়ে আমরা জানতে পারিনি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সম্পাদনা: সমর চক্রবর্তী