শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ১০:২৫ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৩:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাকচালকের পর মারা গেলেন হেলপারও

সাভারে তেলের লরি উল্টে আগুনে মৃত্যু বেড়ে ৪

মোস্তাফিজুর রহমান: [২] সাভারের হেমায়েতপুরে তেলের লরি উল্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রাক হেলপার হেলপার শাকিব (২০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ জনে। 

[৩] শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি  ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানান, শরীরের শতভাগ দগ্ধ হওয়ায় শুরু থেকেই সে সংকটাপন্ন অবস্থায় ছিল। পরে মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। 

[৪] ট্রাক হেলপার মৃত সাকিব বরগুনা সদর উপজেলার লাখর তলা গড়ি চাননা বাজার গ্রামের অটোরিকশাচালক আবেদ আলীর ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট। 

[৫] তার বড় ভাই মো. নাঈম বলেন, অভাবের সংসার, তাই ৪ মাস  আগে কাজে দেয়া হয়। সে ট্রাকের হেলপারের কাজ করে। আমি পাইলিংয়ের কাজ কররি। তাদের বাবা খাগড়াছড়িতে অটোরিকশা চালান। তিনি বলেন, তাদের ট্রাকে করে তরমুজ নিয়ে গাজীপুর কাঁচামালের আড়তে যাচ্ছিল। ভোরে সংবাদ পাই সে আগুনে দগ্ধ হয়ে বার্ণ ইনিস্টিউটে ভর্তি রয়েছে। পরে হাসপাতালে এসে গোটা শরীর দগ্ধ অবস্থায় দেখতে পাই।  

[৬] এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে হেমায়েতপুরের জোড়পুল এলাকায় অগ্নিকাণ্ডটি ঘটে। এতে ঘটনাস্থলে ট্রাক হেলপার ইকবাল হোসেন মারা যান। পরে আড়তদার ব্যবসায়ী নজরুল ইসলাম নামে আরেকজনকে বার্ন ইনস্টিটিউটে নেওয়ার পর গতকাল সকালে তার মৃত্যু হয়। গত রাত সাড়ে ৯টায় মারা যায় ট্রাক ড্রাইভার মো: হেলাল হাওলাদার (৩০)। সম্পাদনা: হ্যাপী

এমআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়