জিয়াবুল হক, টেকনাফ: [২] অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও বর্জ্য ব্যবস্থানার দায়ে কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের চার রিসোর্টকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
[৩] বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীণ হক অভিযান চালিয়ে এ জরিমানা প্রধান করেন।
[৪] অভিযানে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে আটলান্টিক রিসোর্ট ও ড্রিমস প্যারাডাইস রিসোর্টকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা, ফ্রেন্ডস রিসোর্টকে ৫০ হাজার এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার দায়ে প্রিন্স হ্যাভেন রিসোর্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
[৫] এব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাজহারুল ইসলাম জানান, সেন্টমার্টিনে অবৈধভাবে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা করছে রিসোর্টগুলো। এতে দ্বীপের পরিবেশ বেশ ঝুঁকির মুখে পড়েছে। তাই অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধে অভিযান চালানো হয়েছে।