শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফি বৃদ্ধি পাওয়ায়, সৌদিআরবের শ্রমবাজার ছেড়েছে ১৫ লাখ প্রবাসী

আব্দুল্লাহ আল মামুন : [২] সৌদিআরবের শ্রমবাজারে নিজ দেশের নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে বিভিন্ন সেক্টরকে সৌদিকরণ করা হয়েছে, পাশাপাশি উচ্চ হারে আরোপ করা হয় প্রবাসী ফি।এতে বিপাকে পড়েন প্রবাসী শ্রমিকরা ।যার ফলে গত চার বছরে সৌদি শ্রমবাজার থেকে প্রবাসীদের সংখ্যা কমে গেছে ১৫ লাখেরও বেশি।

[৩] সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, বিগত ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত ৪৫ মাসে প্রায় ১.০৫ মিলিয়ন প্রবাসী পুরুষ এবং মহিলা কর্মী সৌদির শ্রমবাজার থেকে কমে গেছে। সৌদির সরকারি রিপোর্ট ওকাজ বা সৌদি গেজেট অনুযায়ী কমে যাওয়া শ্রমিকের সংখ্যা মোট প্রবাসী শ্রমিক সংখ্যার ১০.১২ শতাংশ।

[৪] এর কারন হিসেবে ২০১৮ সালে শুরু হওয়া প্রবাসী ফি কে দায়ী করা হচ্ছে। যা ২০১৮ তে ছিল মাসিক ৪০০ সৌদি রিয়েল। পরে ২০১৯ সালে প্রবাসী ফি ৬০০ এবং ২০২০ সালে বৃদ্ধি পেয়ে এসে ৮০০ সৌদি রিয়েলে দাড়ায়।

[৫] প্রবাসী ফি চালুর আগে এবং ২০১৭ এর শেষের দিকে সৌদি আরবে মোট প্রবাসী কর্মীর সংখ্যা ছিল ১০.৪২ মিলিয়ন। কিন্তু প্রবাসী ফি চালুর পর থেকে এ সংখ্যা কমতে শুরু করে এবং ২০২১ এর তিন-চতুর্ভাগে ৯.৩৬ মিলিয়নে এসে দাড়ায়।

[৬] প্রবাসীর সংখ্যা কমলেও এর বিপরীতে সৌদি পুরুষ এবং মহিলা কর্মীর সংখ্যা ৫.৬৬ শতাংশ বেড়েছে। ২০১৭ তে সৌদি কর্মীর সংখ্যা ছিল ৩.১৬ মিলিয়ন যা ২০২১ এ ৩.৩৪ মিলিয়ন হয়েছে। সিভিল সার্ভিস আইনের অধীনে পুরুষ ও মহিলার সংখ্যা বেড়েছে ২৬ হাজার। যা দুই শতাংশের সামান্য বেশি বলে প্রতিবেদনে বলা হয়। সম্পাদনা: শান্ত মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়