শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফি বৃদ্ধি পাওয়ায়, সৌদিআরবের শ্রমবাজার ছেড়েছে ১৫ লাখ প্রবাসী

আব্দুল্লাহ আল মামুন : [২] সৌদিআরবের শ্রমবাজারে নিজ দেশের নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে বিভিন্ন সেক্টরকে সৌদিকরণ করা হয়েছে, পাশাপাশি উচ্চ হারে আরোপ করা হয় প্রবাসী ফি।এতে বিপাকে পড়েন প্রবাসী শ্রমিকরা ।যার ফলে গত চার বছরে সৌদি শ্রমবাজার থেকে প্রবাসীদের সংখ্যা কমে গেছে ১৫ লাখেরও বেশি।

[৩] সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, বিগত ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত ৪৫ মাসে প্রায় ১.০৫ মিলিয়ন প্রবাসী পুরুষ এবং মহিলা কর্মী সৌদির শ্রমবাজার থেকে কমে গেছে। সৌদির সরকারি রিপোর্ট ওকাজ বা সৌদি গেজেট অনুযায়ী কমে যাওয়া শ্রমিকের সংখ্যা মোট প্রবাসী শ্রমিক সংখ্যার ১০.১২ শতাংশ।

[৪] এর কারন হিসেবে ২০১৮ সালে শুরু হওয়া প্রবাসী ফি কে দায়ী করা হচ্ছে। যা ২০১৮ তে ছিল মাসিক ৪০০ সৌদি রিয়েল। পরে ২০১৯ সালে প্রবাসী ফি ৬০০ এবং ২০২০ সালে বৃদ্ধি পেয়ে এসে ৮০০ সৌদি রিয়েলে দাড়ায়।

[৫] প্রবাসী ফি চালুর আগে এবং ২০১৭ এর শেষের দিকে সৌদি আরবে মোট প্রবাসী কর্মীর সংখ্যা ছিল ১০.৪২ মিলিয়ন। কিন্তু প্রবাসী ফি চালুর পর থেকে এ সংখ্যা কমতে শুরু করে এবং ২০২১ এর তিন-চতুর্ভাগে ৯.৩৬ মিলিয়নে এসে দাড়ায়।

[৬] প্রবাসীর সংখ্যা কমলেও এর বিপরীতে সৌদি পুরুষ এবং মহিলা কর্মীর সংখ্যা ৫.৬৬ শতাংশ বেড়েছে। ২০১৭ তে সৌদি কর্মীর সংখ্যা ছিল ৩.১৬ মিলিয়ন যা ২০২১ এ ৩.৩৪ মিলিয়ন হয়েছে। সিভিল সার্ভিস আইনের অধীনে পুরুষ ও মহিলার সংখ্যা বেড়েছে ২৬ হাজার। যা দুই শতাংশের সামান্য বেশি বলে প্রতিবেদনে বলা হয়। সম্পাদনা: শান্ত মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়