শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফি বৃদ্ধি পাওয়ায়, সৌদিআরবের শ্রমবাজার ছেড়েছে ১৫ লাখ প্রবাসী

আব্দুল্লাহ আল মামুন : [২] সৌদিআরবের শ্রমবাজারে নিজ দেশের নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে বিভিন্ন সেক্টরকে সৌদিকরণ করা হয়েছে, পাশাপাশি উচ্চ হারে আরোপ করা হয় প্রবাসী ফি।এতে বিপাকে পড়েন প্রবাসী শ্রমিকরা ।যার ফলে গত চার বছরে সৌদি শ্রমবাজার থেকে প্রবাসীদের সংখ্যা কমে গেছে ১৫ লাখেরও বেশি।

[৩] সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, বিগত ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত ৪৫ মাসে প্রায় ১.০৫ মিলিয়ন প্রবাসী পুরুষ এবং মহিলা কর্মী সৌদির শ্রমবাজার থেকে কমে গেছে। সৌদির সরকারি রিপোর্ট ওকাজ বা সৌদি গেজেট অনুযায়ী কমে যাওয়া শ্রমিকের সংখ্যা মোট প্রবাসী শ্রমিক সংখ্যার ১০.১২ শতাংশ।

[৪] এর কারন হিসেবে ২০১৮ সালে শুরু হওয়া প্রবাসী ফি কে দায়ী করা হচ্ছে। যা ২০১৮ তে ছিল মাসিক ৪০০ সৌদি রিয়েল। পরে ২০১৯ সালে প্রবাসী ফি ৬০০ এবং ২০২০ সালে বৃদ্ধি পেয়ে এসে ৮০০ সৌদি রিয়েলে দাড়ায়।

[৫] প্রবাসী ফি চালুর আগে এবং ২০১৭ এর শেষের দিকে সৌদি আরবে মোট প্রবাসী কর্মীর সংখ্যা ছিল ১০.৪২ মিলিয়ন। কিন্তু প্রবাসী ফি চালুর পর থেকে এ সংখ্যা কমতে শুরু করে এবং ২০২১ এর তিন-চতুর্ভাগে ৯.৩৬ মিলিয়নে এসে দাড়ায়।

[৬] প্রবাসীর সংখ্যা কমলেও এর বিপরীতে সৌদি পুরুষ এবং মহিলা কর্মীর সংখ্যা ৫.৬৬ শতাংশ বেড়েছে। ২০১৭ তে সৌদি কর্মীর সংখ্যা ছিল ৩.১৬ মিলিয়ন যা ২০২১ এ ৩.৩৪ মিলিয়ন হয়েছে। সিভিল সার্ভিস আইনের অধীনে পুরুষ ও মহিলার সংখ্যা বেড়েছে ২৬ হাজার। যা দুই শতাংশের সামান্য বেশি বলে প্রতিবেদনে বলা হয়। সম্পাদনা: শান্ত মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়