সুমাইয়া মিতু: [২] দক্ষিণ আফ্রিকার এক পুলিশ জানায়, গত ডিসেম্বর মাসে কাওয়াজ্ঞা ফন্টেইন থেকে বাংলাদেশি নাগরিক রেজাউল আমিন মোল্লাকে অপহরণ করা হয়েছিলো। পরবর্তীতে তাকে মৃত অবস্থায় ভ্যান্ডারবিজল পার্কে পাওয়া যায়।টাইমস লাইভ
[৩] পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রবার্ট নেতশিউডা বলেছেন, প্রথমে থানায় রেজাউল আমিন মোল্লার নিখোঁজ মামলা করা হয়েছিল। তবে যখন সে ব্যক্তির বাংলাদেশে অবস্থানরত পরিবারের কাছে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে তখন এ মামলাটিকে অপহরণের মামলা হিসেবে গ্রহণ করা হয়।
[৪] তিনি আরো বলেন, ইস্টার্ন কেপে অবস্থিত কোমানি এলাকায় একটি হাসপাতালে অভিযান চালানোর পর সন্দেহভাজন দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, এর আগেও একজনকে অপহরনের চেষ্টা করেছিলো তারা। রেজাউল আমিনকে অপহরণ ও পরে হত্যার অভিযোগ স্বীকার করে ওই দুজন। তারা জানায়, এ ঘটনায় আরো দুজন তাদের সঙ্গে ছিলো। পরবর্তিতে সে দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। সম্পাদনা : মোহাম্মদ রকিব।