শিরোনাম
◈ এবার ভিসা প্রক্রিয়া আরও সহজ করল চীন ◈ অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ ◈ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় বিধিমালার গেজেট প্রকাশ ◈ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব ◈ বর্জ্য পোড়ানোর ছবি পাঠান, মাসে সেরা ১০ জন পাবেন পুরস্কার ◈ হাইকমিশনের নিরাপত্তায় দিল্লির আশ্বাসের বাস্তব প্রতিফলন চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ নেতারা দিনে বক্তব্য দিয়ে রাতে আসামি ছাড়াতে তদবির করেন: ইসির সভায় রেঞ্জ ডিআইজি ◈ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা ◈ ভারত বাংলাদেশে নজর দিলে শক্ত হাতে জবাব দেবে পাকিস্তান ◈ দুই পক্ষের সংঘর্ষে নোয়াখালীতে নিহত ৫

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় উচ্চ ঝুঁকিতে ১২ ও মধ্যম ঝুঁকিতে ৩১ জেলা : স্বাস্থ্য অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট: [২] দেশে রেড জোনে যুক্ত হলো ১০ জেলা। দেশে এখন রেড জোনে আছে ১২টি জেলা এবং ইয়েলো জোনে আছে ৩১টি জেলাআছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টিবিএস নিউজ, ডিবিসি নিউজ

[৩] কোভিড-১৯ এবং এর ওমিক্রন ভ্যারিয়েন্টেরর উচ্চ সংক্রমণ ও মৃত্যু হারের কারণে আরও ১০টি জেলাকে 'রেড জোন' হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশে স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইতোমধ্যে, আরও ২৬টি জেলাকে 'ইয়েলো জোন' বা মধ্য স্তরের ঝুঁকিতে থাকা অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

[৪] উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো: ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, রাঙ্গামাটি, লালমনিরহাট, খাগড়াছড়ি ও পঞ্চগড়।

[৫] মধ্যম ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো: সিলেট, ফেনী, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কক্সবাজার, মৌলভীবাজার, ফরিদপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর, জামালপুর, নওগাঁ, ঝিনাইদাহ, নাটোর, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, মাগুরা, নড়াইল, পটুয়াখালী, কুড়িগ্রাম, জয়পুরহাট, শেরপুর, ঝালকাঠি ও ঠাকুরগাঁও। দ্য ডেইলি স্টার

[৬] এর আগে ১২ জানুয়ারি, ১০ শতাংশের বেশি সংক্রমণ হারের জন্য রাজধানী ঢাকা ও রাঙ্গামাটিকে রেড জোন এবং যশোর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নাটোর, রংপুরকে ইয়েলো জোন হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর (ডিজিএইচএস)।

[৭] সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে এখন রেড জোন আছে মোট ১২টি এবং ইয়েলো জোন আছে ৩১টি। অন্যদিকে ২১টি জেলাকে 'গ্রিন জোন' হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইয়েলো জোনে থাকা জেলাগুলোতে সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশের মধ্যে। গ্রিন জোনে এই হার ৫ শতাংশের নিচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়