শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২, ০৩:৫০ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমরা আমলাতন্ত্রের হাতে জিম্মি হয়ে গেছি, বাঁচার জন্য সবাইকে সোচ্চার হতে হবে: সরকারি দলীয় সদস্য

মনিরুল ইসলাম: [২] সরকারি দফতরের পিয়নরাও সংসদ সদস্যদের ‘দাম দেয় না’ বলে অভিযোগ তুলে আমলাতন্ত্রের বিরুদ্ধে স্বোচ্চার হওয়ার জন্য সকল সংসদকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ।

[৩] ময়মনসিংহ-৩ আসনের এই এমপি বলেন, আমলাদের কাছে একটা এমপির মূল্য নেই। জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে কোনও সচিবের কাছে গেলে মূল্যায়ন নেই। তাদের শ্রদ্ধাবোধ নেই।

[৪] সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি বক্তব্য লিখে আনি নাই। যা প্রসঙ্গত তা বলছি।

[৫] তার নির্বাচনি এলাকায় অনেক উন্নয়নমূলক কাজের প্রকল্প গ্রহণ করা হলেও তাতে গতি নেই অভিযোগ করে তিনি বলেন, এলাকার স্কুল-কলেজ ও রাস্তাঘাটের উন্নয়ন কাজ স্থবির হয়ে গেছে। উপজেলা পরিষদ নির্মাণ কাজের ডিজাইন দেওয়া হলেও সেই কাজ হয়নি। সব কাজ একের পর এক বন্ধের পথে। ঠিকাদারদের জিজ্ঞাসা করলে তারা বলেন টাকা পাইনি, কাজ কোত্থেকে করবো। এমপির কোটায় বরাদ্দ হওয়া ২০ কোটি টাকার কাজও করা হয় না। এরকম হলে নির্বাচনের সময় মানুষের কাছে জবাব দিতে পারবো না। নির্বাচনের আগে সামনে দুই বছর সময় আছে। এই সময়ের মধ্যে কাজগুলো শেষ করাতে না পারলে নির্বাচনের সময় জনগণের সঙ্গে কথা বলতে পারবো না।

[৬] এলাকায় একটি মডেল মসজিদ নির্মাণের প্রসঙ্গ টেনে ময়মনসিংহের গৌরীপুর থেকে নির্বাচিত সরকারিদলীয় সদস্য বলেন, তিন বছর আগে জায়গা নির্ধারণ করা হয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করার পরও এর নির্মাণ কাজ হচ্ছে না আমলাতান্ত্রিক জটিলতার কারণে। এখানে পিডি এক কথা বলেন, ডিসি আরেক কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে আরেক কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়