মাজহারুল ইসলাম: [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রোববার (১৭ জানুয়ারি) থেকে রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে কৃত্রিম হাটু ও কোমরের জয়েন্ট প্রতিস্থাপন শুরু হয়েছে।
[৩] হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও অর্থোপেডিক সার্জন ক্যাপটেন (অব) ডা. সাইফুল ইসলাম সাইফ এর নেতৃত্বে একদল চিকিৎসক এই কার্যক্রম পরিচালনা করছেন।
[৪] ডা. সাইফুল বলেন, যেসব দুস্থ, অসহায় ও গরীব মানুষের হাঁটু বা কোমরের জয়েন্ট নষ্ট হয়ে গেছে তারা পরিবার, সমাজ তথা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমার লক্ষ্য এসব মানুষকে এই দুঃসহ অবস্থা থেকে সারিয়ে তুলে তাদের গতিশীল করা।