এ এইচ সবুজ ও মিনহাজুল আবেদীন: [২] শনিবার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মেহেদী পাভেল সুইট এ আদেশ দেন।
[৩] কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, গ্রেপ্তার আনারুলের বাড়ি গাইবান্ধার সাদুল্লাহপুর থানার বুর্জুগ জামালপুর গ্রামে। অধ্যাপক সাইদা গাফফারকে হত্যার পর তিনি গ্রামের বাড়িতে আত্মগোপন করেন। সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে।
[৪] নিহত সাইদা গাফফার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ২০১৬ সালে অবসর গ্রহণ করেন। তার প্রয়াত স্বামী জহিরুল হকও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
[৫] মামলার তদন্তকারী কর্মকর্তা কাশিমপুর থানার এসআই দীপঙ্কর রায় জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে সাউথ ইফখার বিন জহির আনারুল ইসলামকে আসামি করে কাশিমপুর থানায় মামলা করেন। সম্পাদনা : মুরাদ হাসান।