শিরোনাম
◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ আসামে সেনা ক্যাম্পে উলফা জঙ্গিদের গুলিবর্ষণ, তিন সেনা সদস্য আহত ◈ জুলাই সনদ স্বাক্ষরের দিনে ‘জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক’, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের ◈ আসলে জুলাই যোদ্ধা কারা, গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে কেন বিতর্ক?

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০৫:০৮ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমিক্রন ফুরালেই করোনা হবে সর্দি-জ্বরের মতো : বিল গেটস

অনলাইন ডেস্ক : কোভিডের ওমিক্রন ভেরিয়্যান্ট বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বিশ্বে রেকর্ডভাঙা গতিতে সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে। তবে, এর মধ্যেই দিগন্তে আশার আলো দেখছেন বিল গেটস। ইনকিলাব

বিশ্বের অন্যতম এই শীর্ষ ধনী এবং প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন- ওমিক্রনের সংক্রমণ শেষ হয়ে গেলে করোনা সাধারণ মৌসুমি ঠান্ডাজনিত অসুখের মতো হয়ে যাবে। সংবাদমাধ্যম সিএনবিসি এ খবর জানিয়েছে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক জনস্বাস্থ্য বিভাগের প্রধান দেবী শ্রীধরের সঙ্গে টুইটারে এক প্রশ্নোত্তর পর্বে বিল গেটস করোনার বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।

বিল গেটস টুইটারে লেখেন, করোনার বর্তমান ঢেউ কমে গেলে এ বছরের সালের বাকি সময়টায় সংক্রমণের সংখ্যা ‘অনেক কম’ দেখার আশা করতে পারে বিশ্ব। তিনি বলেন, সংক্রমণ কমে গেলে কোভিড মৌসুমি ফ্লু বা ঠান্ডাজনিত অসুখের মতো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। বিল গেটস লিখেছেন, ‘দেশে দেশে ওমিক্রনের ঢেউয়ে স্বাস্থ্য ব্যবস্থা চ্যালেঞ্জে মুখে পড়েছে।

বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, গুরুতর আক্রান্ত হচ্ছে টিকা না নেওয়া লোকজনই। একবার কোনো দেশে ওমিক্রনের সংক্রমণ হয়ে গেলে, সে দেশে বছরের বাকি সময়ে সংক্রমণের হার অনেক কমে যাওয়ার কথা। সে ক্ষেত্রে কোভিডকে তখন মৌসুমি ফ্লু’র মতো দেখা যেতে পারে।’ মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং ধনকুবের জনহিতৈষী বিল গেটস বরাবরই জনস্বাস্থ্য বিষয়ে স্পষ্টভাষী হিসেবে পরিচিত। তিনি নিয়মিত কোভিড মহামারির বিষয়ে নজর রাখেন এবং মতামত দেন। এবং কোভিড ভবিষ্যতে সাধারণ ফ্লু’র মতো হয়ে যাওয়ার কথা বিল গেটসই প্রথম বলছেন না।

কিছু বিশেষজ্ঞ বলেছেন—ওমিক্রনের দ্রুত বিস্তার বিপজ্জনক হলেও এর মধ্য দিয়ে মানুষের মধ্যে তথাকথিত ‘প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা’ তৈরি হবে। এবং এভাবে একটা সময় কোভিড মহামারির গুরুতর পরিস্থিতির অবসান হবে। বিল গেটস তার টুইটার প্রশ্নোত্তরে বলেন, ‘ওমিক্রনের সংক্রমণ অন্তত আগামী বছরের জন্য যথেষ্ঠ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে।’ একবার কোভিডের মহামারি পর্যায় শেষ হয়ে গেলে ‘আমাদের হয়তো কিছু সময়ের জন্য প্রতিবছর কোভিডের টিকা নিতে হতে পারে’ অনেকটা বাৎসরিক ফ্লু’র টিকার মতো, যোগ করেন বিল গেটস। সিএনবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়