শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ১১:৫২ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ১২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিমের বিয়ে থেকে ফিরে যেসব তারকার করোনা শনাক্ত!

বিনোদন ডেস্ক: নতুন বছরের শুরুতেই (৪ জানুয়ারি) বেশ জাঁকজমক আয়োজনে সনি পোদ্দারের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েছেন ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মিম-সনির বিয়েতে উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্য ও শোবিজের অনেক তারকা।

নানা আয়োজন ও আনন্দ উৎসবে দিনটি বেশ ভালোই কেটেছে সবার। কিন্তু পরে সেই আনন্দ রূপ নেয় করোনা আতঙ্কে। কারণ মিমের স্বামী সনির করোনা পজিটিভ!

এদিকে মিমের বিয়েতে অংশ নেওয়া বেশ কয়েকজন তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন অভিনেতা সজল, অভিনেত্রী ফারিয়া শাহরিন, মিলা হোসেন ও পরিচালক মাবরুর রশিদ বান্নাহ।

শুধু তারকাদের নয়, বিয়ের অনুষ্ঠানের পর দুই পরিবারের বেশির ভাগ মানুষেরই ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। পরবর্তীতে সবারই করোনা পরীক্ষা করানো হয়। তাদের মধ্যে কারও পজিটিভ এসেছে, আবার কারও আসেনি। মিমের ছোট বোনের নেগেটিভ এসেছে, সে কানাডা চলে গেছে।

প্রসঙ্গত, ছয় বছর আগে পরিচয়। তারপর বন্ধুত্ব। এরপর মন দেওয়া-নেওয়া। দীর্ঘ সময় বোঝাপড়া শেষে বিয়ের সিদ্ধান্ত। নিজের জন্মদিনেই বিশেষ মানুষটিকে প্রকাশ্যে নিয়ে আসেন বিদ্যা সিনহা মিম। তার শ্বশুরবাড়ি কুমিল্লায়। নায়িকার স্বামী ঢাকা সিটি ব্যাংকের একজন কর্মকর্তা।

এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে অনেকের সঙ্গেই মিমের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে কোনোটাই সত্যি হয়ে সামনে আসেনি। এদিকে মিম যে সনির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সে বিষয়ে কাকপক্ষীও টের পায়নি। নিজেদের সম্পর্ককে গোপন রেখেই কাটিয়েছেন ছয় বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়