নিউজ ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে আসামি ধরতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাহুবল মডেল থানার ওসি (তদন্ত ) মো. আলমগীর কবির। তার পায়ের দুই অংশ ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার রাজারবাগ হাসপাতালে পাঠানো হয়েছে। আরটিভি
পুলিশ জানায়, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রামের ইয়াকুব উল্লাহর ছেলে নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি সাহেব আলী পলাতক ছিল।
শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে ওসি তদন্ত আলমগীর কবীরের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে তিতারকোনা নামক স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশকে দেখে সাহেব আলী পালানোর চেষ্টা করে। তখন তার পিছু ধাওয়া দিলে পা ফসকে পড়ে যান ওসি আলমগীর কবীর। এতে তার পা ভেঙে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার হাসপাতালে পাঠানো হয়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম খান আরটিভি নিউজকে জানিয়েছেন, তদন্ত ওসি আলমগীর কবিরকে বাহুবলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।