মাকসুদ রহমান: [২] নতুন বছরে এখন পর্যন্ত মাঠের খেলায় নামেননি ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। এবার ভক্তদের নিজেই সুখবর দিলেন মেসি। করোনা নেগেটিভ হওয়ার পর মাঠের খেলার জন্যও প্রস্তুত ক্যারিয়ারে সাতটি বেলন ডি’অর পুরষ্কার জয়ী লিওনেল মেসি। স্পোর্টসমল
[৩] নিজের সুস্থ হয়ে ওঠা প্রসঙ্গে মেসি বলেন, পুরো সুস্থ হয়ে উঠেছেন তিনি। জার্সি গায়ে মাঠে নামতে তর সইছে না তার।
[৪] ইনস্ট্রাগ্রামের পোস্টে মেসি লেখেন, ‘আপনারা জানেন যে আমি কোভিড আক্রান্ত হয়েছিলাম। সবাইকে তাদের শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ। আমি যেমনটা ভেবেছিলাম, সেরে উঠতে তার চেয়ে বেশি সময় লেগেছে। তবে আমি এখন প্রায় সুস্থ ও মাঠে ফেরার অপেক্ষায় আছি। সম্পাদনা: এল আর বাদল।