শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ১২:০৫ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ১০:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এ বছরই বিয়ে করব’ বলেন মডেল অভিনেত্রী প্রিয়াংকা জামান

ইমরুল শাহেদ: ১৪ জানুয়ারি মডেল ও অভিনেত্রী প্রিয়াংকা জামান জন্মদিন পালন করেন বেশ হই-হুল্লোড়ের মধ্য দিয়ে। এদিন প্রথম প্রহরে বন্ধুদের নিয়ে তিনি মাওয়া যান বেড়াতে। সেখান থেকে ফেরেন ভোর রাতের দিকে। এ সময় বন্ধুরা তাকে রঙ ঢেলে রঙ্গীন করে তোলে। মহামারি শুরু হওয়ার পর আর কাউকে এভাবে আনন্দের মধ্য দিয়ে জন্মদিন পালন করতে শোনা যায়নি।

তবে প্রিয়াংকা জামানের মধ্যে লোক দেখানো বক্তব্য দেওয়া বা অহংকার করে কথা বলার কোনো ভাব নেই। তিনি চাইলে বিষয়টা গোপন করে অন্যভাবে কথা বলতে পারতেন। তা তিনি করেননি। প্রিয়াংকা কথা বলেন সরাসরি এবং বন্ধু-বান্ধব নিয়ে হৈ চৈ করে সময় কাটাতে পছন্দ করেন। তিনি জানান, এ বছরই তিনি বিয়ে করবেন। আরো দু’বছর আগেই তার বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল। মহামারি সব এলোমেলো করে দিয়েছে। এরপরই তিনি ছবিতে কাজ শুরু করেন। ইতোমধ্যে চারটি ছবির কাজ শেষ করেছেন। ছবিগুলোর মধ্যে রয়েছে ‘যন্ত্রণা’, ‘যেমন জামাই তেমন বউ’, ‘কি করে প্রিয়তমা’ এবং ‘তবুও প্রেম দামি’।

শেষ ছবিটি দিয়েই তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়েছে। প্রিয়াংকা জামান জানান, তার হাতে আরো দুটি ছবি আছে। মহরত হওয়ার আগে ছবিগুলোর নাম প্রকাশ করা বারণ রয়েছে। এছাড়া ধারাবাহিক নাটক, খণ্ড নাটকেও কাজ করছেন তিনি। প্রিয়াংাকা জামান এদিন সন্ধ্যায় পরিবারের সকলকে নিয়ে একটি পাঁচ তারকা হোটেলে কেক-কাটার আয়োজন করেন। এর আগের জন্মদিনগুলো তিনি পালন করেছেন সাধারণ হোটেলে গণমাধ্যমকর্মীদের নিয়ে। মহামারির কারণে সেটা তিনি পরিহার করেছেন। প্রিয়াংকা জামান জানান, তিনি চলচ্চিত্রে নিজের একটা অবস্থান তৈরির জন্য কাজ করে যাচ্ছেন। আশা করছেন সেটা নির্মাণাধীন ছবিগুলো দিয়েই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়