শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২১, ০৫:২২ বিকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২১, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদায়বেলায় ২০২১; বছরজুড়ে যা ছিলো আলোচনায়

লিহান লিমা: [২] মহামারীজনিত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ২০২১ সালে আন্তর্জাতিক অভিবাসন বেশ ধাক্কা খেয়েছে কিন্তু এ বছরেও শত শত মানুষ সংঘর্ষ এবং সহিংসতার শিকার হয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইউএনএইচসিআর এর তথ্য মতে বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত ৮ কোটি ৪০ লাখ মানুষ নিজেদের ঘর ছাড়তে বাধ্য হয়েছে। এই তথ্য ২০২০ এবং ২০১৯ সাল থেকে অনেক বেশি। আফ্রিকা এবং মধ্য আমেরিকা অঞ্চলে সবচেয়ে বেশি বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। ইউএননিউজ

[৩] গত আগস্টে তালেবান যুক্তরাষ্ট্রের ক্ষমতা দখল করার পর আফগানিস্তানের পরিস্থিতি খারাপ হতে শুরু করে । দেশটির এক চতুর্থাংশের বেশি মানুষঘর ছাড়তে বাধ্য হন, অভ্যন্তরীণভাবেই বাস্তুচ্যুত হন ৩৫ লাখ। দেশটি বর্তমানে সংঘর্ষ, দারিদ্র, জলবায়ুর জরুরি অবস্থা এবং অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন।

[৪] তখন যুক্তরাষ্ট্র যে এয়ালিফট কার্যক্রম চালিয়েছিলো সেটি ছিলো মার্কিন ইতিহাসের রেকর্ড, এমনকি ভিয়েতনাম যুদ্ধের শেষে সাইগনকে সরিয়ে নেয়ার চেয়েও বড়। মার্কিন নাগরিক, আফগান দোভাষী এবং মার্কিন মিশনকে সমর্থনকারী অন্যান্যদের সহ কাবুল থেকে ১ লাখ ২৩,০০০ জনেরও বেশি লোককে এয়ারলিফট করা হয়। ১৯৭৫ সালে দক্ষিণ ভিয়েতনাম থেকে প্রায় ৫৫,০০০ লোককে সরিয়ে নেয়া হয়েছিলো।

[৫] ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) বলছে, জুলাই ২০২১ ছিল বিশ্বব্যাপী রেকর্ড করা সবচেয়ে উষ্ণ মাস। ইইউ এর আর্থ মনিটরিং সার্ভিস বলেছে, সাইবেরিয়া, উত্তর আমেরিকা এবং ভূমধ্যসাগরের আশেপাশে দাবানল জুলাই এবং আগস্টে রেকর্ড মাত্রায় সিও২ নির্গমন ঘটিয়েছে।

[৬] কোভিডের পর অর্থনৈতিক পুনরুদ্ধারের সময় গ্যাসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এশিয়া, ইউরোপ এবং ব্রিটেনে গ্যাসের দাম রের্কড উচ্চতায় পৌঁছে।

[৭] দৈত্যাকার কনটেইনার জাহাজ এভারগ্রিন মার্চে সুয়েজ খালে আটকে যাওয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ততম জলপথ সুয়েজ খাল ৬ দিনের জন্য বন্ধ হয়ে যায়। ২৬মিলিয়ন টনের পণ্যদ্রব্য বোঝাই এই জাহাজের কারণে ৪২২টি জাহাজ জ্যামে আটকা পড়েছে।

[৮] তাইওয়ানের আকাশসীমায় অক্টোবরের শুরুতে বার্ষিক জাতীয় দিবসের সময় চীন অনুপ্রবেশ চালায়। চার দিনে তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা অঞ্চলে রেকর্ড ১৪৯টি ফ্লাইট অতিক্রম করে।

[৯] ২০২১ সালের শেষের দিকে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন এর মূল্যমান রেকর্ড মাত্রায় বেয়ে যায়, যার মূল্য ৯ নভেম্বরে ছিলো বিটকয়েন প্রতি ৬৮ হাজার ৫১৩। ডিজিটাল মুদ্রাটি ক্রমবর্ধমানভাবে ছোট এবং বড় বিনিয়োগকারীদের কাছ থেকে সমর্থন লাভ করে, যাদের মধ্যে কেউ কেউ এটিকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিজেদের রক্ষা করার উপায় হিসেবে বিবেচনা করেন। যুক্তরাষ্ট্রে এবারের মুদ্রাস্ফীতি গত ৩০ বছরের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে।

[৯] ২০২১ সালে শিল্পকর্ম বিক্রয়ের রেকর্ড গড়েছে ফ্রিদা কাহলো, প্রবীণ ফরাসি শিল্পী পিয়েরে সোলাজেস এবং ব্যাঙ্কসির কাজ। এটি ২.৭ বিলিয়ন ডলারের রেকর্ড স্পর্শ করে যা সমসাময়িক কালের ইতিহাসে সর্বোচ্চ।

[১০] মহাকাশ পর্যটন এবার আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ৯০ বছর বয়সে মহাকাশে যাওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তির রেকর্ড গড়েছেন ‘স্টার ট্রেক’ এর ক্যাপ্টেন কার্ক ওরফে প্রবীণ অভিনেতা উইলিয়াম শ্যাটনার। ধনকুবের জেফ বেজোস (ব্লু-অরিজিন), ইলন মাস্ক (স্পেসএক্স) এবং রিচার্ড ব্র্যানসন (ভার্জিন গ্যালাকটিক) এর মালিকানাধীন রকেটগুলিতে মহাকাশে ঘুরে আসেন।

[১১] ফুটবলের দুই জীবন্ত কিংবদন্তি পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আর্জেন্টিনার লিওনেল মেসি এ বছর নতুন রেকর্ড গড়েছেন। ১১৫ গোল গিয়ে জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ স্কোরারের খাতায় নাম লেখান তিনি এবং ১৮৪ বার নির্বাচিত হয়ে সবচেয়ে বেশি ক্যাপ করা ইউরোপিয়ানও হন। আর্জেন্টিনার হয়ে ৭৯ গোল করে ব্রাজিলের পেলেকে পেছনে ফেলে সেরা লাতিন আমেরিকান স্ট্রাইকার হন মেসি।

[১২] নেপালের কামি রিতা শেরপা এভারেস্টে আরোহনে নিজের রেকর্ড ভাঙ্গেন, মে মাসে এভারের চূড়ায় ২৫তম বারের মতো সফল আরোহণ করেন তিনি। সাঁতার কেটে ইংলিশ চ্যানেল ৪৪ বার পাড়ি দেয়া ব্যক্তি হয়েছেন অস্ট্রেলিয়ার ক্লে ম্যাককার্ডেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়