রাশিদুল ইসলাম : [২] পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্বে যাতে আবার শীতল যুদ্ধ ফিরে আসতে না পারে সেজন্য তার দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তজনা কমাতে সাহায্য করতে চায়। তিনি ইসলামাবাদে অনুষ্ঠিত একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে একথা জানান। পারসটুডে
[৩] ইমরান খান বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব আরেকটি শীতল যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে এবং নতুন নতুন বলয় গড়ে উঠছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার শীতল যুদ্ধে পাকিস্তান মার্কিন বলয়ে ছিল; তবে তার দেশ এখন আর সেরকম যুগে ফিরে যেতে চায় না। পাকিস্তান এ ধরনের বলয়ের আবির্ভাব ঠেকাতে চেষ্টা চালিয়ে যাবে।
[৪] ইমরান খান বলেন, ১৯৮০’র দশকে সোভিয়েত বাহিনীর আফগানিস্তান দখলের সময় আফগানিস্তানের প্রতিরোধ যোদ্ধাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে পাকিস্তান। সে সময় আফগান প্রতিরোধ যোদ্ধাদের সংগ্রামকে ‘ইসলামি জিহাদ’ বলা হতো।
[৫] পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্র সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করার একদিন পর এ বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী খান। ওই সম্মেলনে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো হলেও চীনকে আমন্ত্রণ জানায়নি বাইডেন প্রশাসন। পাকিস্তান চীনের ‘এক চীন নীতি’র সমর্থক এবং গণতন্ত্র সম্মেলনে তাইওয়ানের উপস্থিতি ‘এক চীন নীতি’র পরিপন্থি।