শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২১, ১১:০৬ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২১, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুন্দরী প্রতিযোগিতা থেকে বাদ পড়লো কসমেটিক সার্জারি করা ৪০ উট

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সৌদির প্রেস এজেন্সি জানায়, বোটক্স ইনজেকশন প্রয়োগ এবং কসমেটিক সার্জারির মাধ্যমে চেহারায় কৃত্রিমভাবে পরিবর্তন করার জন্য কিং আব্দুল আজিজ উট উৎসব থেকে উটগুলোকে বাদ দিয়েছেন বিচাকরা। বিবিসি

[৩] ডিসেম্বরে শুরুতে সৌদিতে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। গত ছয় বছর থেকে নিয়মিত হচ্ছে এই সুন্দরী উট প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম হওয়া উট পাবে ৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ।

[৪] অংশগ্রণ করা হাজার হাজার উটের মধ্য থেকে সুশোভিত ঠোঁট আর কুঁজের ওপর ভিত্তি করে বেছে নেওয়া হয় শিরোপা জয়ীকে। আর তাই উটের সৌন্দর্য বাড়িয়ে তুলতে মালিকরা কসমেটিক সার্জারি করছেন।

[৫] কিং আব্দুল আজিজ উট উৎসবের মুখপাত্র মারজৌক আল-নাত্তো বলেন, যারা উটকে সার্জারি করে প্রতিযোগিতায় নিয়ে এসেছেন, তাদের অপরাধ ভেদে জরিমানা হবে। যারা উটকে বোটক্স ইনজেকশন প্রয়োগ করেছেন তাদের ১ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। আর যারা কসমেটিক সার্জারির মাধ্যমে চেহারায় কৃত্রিমভাবে পরিবর্তন করেছেন তাদের ৩০ হাজার রিয়াল জরিমানা হতে পারে।

[৬] সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, উট সৌদি আরবে সংস্কৃতির বড় একটি অংশ। মরুভূমিতে চলাচলের জন্য উপযোগী একমাত্র প্রাণী উট। সুন্দরী প্রতিযোগিতায় একটা উট যে পরিমাণ অর্থ পুরস্কার পায় তার চেয়ে দিগুন দামে উটটিকে বিক্রি করা যায়। সম্পাদনা: মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়