রাশিদুল ইসলাম : [২] হাইকোর্টের রায় বহাল রাখলো মালয়েশিয়ার আপিল কোর্ট। কয়েক শত কোটি ডলার দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে গত বছর অভিযুক্ত করে হাইকোর্ট। তার বিরুদ্ধে ১২ বছরের জেল ঘোষণা করা হয়। সেই রায়ই বুধবার বহাল রাখে মালয়েশিয়ার পালি কোর্ট। আল জাজিরা
[৩] ২০১৮ সালের নির্বাচনে পরাজয়ের মাধ্যমে ক্ষমতার মেয়াদ শেষ হয় নাজিব রাজাকের। রাষ্ট্রীয় ১এমডিবি তহবিলের কমপক্ষে ৯৮ লাখ ৮০ হাজার ডলার এসআরসি ইন্টারন্যাশনালের মাধ্যমে নিজের ব্যক্তিগত ব্যাংক একাউন্টে স্থানান্তরের জন্য নাজিবকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
[৪] নাজিবের আপিল আবেদন আদালত প্রত্যাখ্যান করায় তাকে এখন জেলে যেতে হবে। মামলায় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থপাচারের বেশ কয়েকটি অভিযোগ এবং আস্থাভঙ্গের ফৌজদারি অপরাধসহ ৭টি অভিযোগ আনা হয়।