শিরোনাম
◈ সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ ◈ 'চতুর্দিকে মৃত্যুফাঁদ, এই শহরে কাকে কখন কিভাবে মরতে হবে কেউ জানে না' ◈ ফিফা টুর্নামেন্টে আন্তর্জাতিক পর্যায়ে ফিরেছে আফগান নারী ফুটবল ◈ ন‌ভেম্বর থে‌কে চার কোটি মানুষের খাদ্য সহায়তা বন্ধ করবে যুক্তরাষ্ট্র ◈ আইসিইউ-তে রাখা হয়েছে ক্রিকেটার শ্রেয়স আয়ারকে, চোটের জায়গা থেকে হ‌চ্ছে রক্তক্ষরণ  ◈ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঘোষণা: নভেম্বরেই শুরু হচ্ছে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ◈ ঢাকায় পাকিস্তানি নারীকে স্বামী-শাশুড়ির নির্যাতন, উদ্ধার করল পুলিশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি ◈ টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই জাকের ◈ বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নেবে জাপান: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের বৈঠক

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুবিতে প্রতি আসনে লড়ছেন ৪০ শিক্ষার্থী

মাহমুদুল হাসান: [২] কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেছে ৪১ হাজার ৩২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে বিশ্ববিদ্যালয়টিতে প্রতি আসনের বিপরীতে লড়তে হবে ৪০ জন শিক্ষার্থীকে।

[৩] রোববার (৫ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এসব আবেদন জমা হয়।

[৪] সোমবার (৬ ডিসেম্বর) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব পার্থ চক্রবর্ত্তী এসব তথ্য জানান।

[৫] পার্থ চক্রবর্ত্তী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মোট আবেদন পড়েছে ৪১ হাজার ৩২৪টি। তবে ইউনিট ভিত্তিক কত আবেদন পড়েছে সেটা এখনই বলা যাচ্ছে না। খুব শীঘ্রই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনে সম্পাদনার জন্য সুযোগ দেওয়া হবে। এরপর ইউনিট ভিত্তিক আবেদনের বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।

[৬] কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩টি ইউনিটের অধীনে ৬টি অনুষদের বিভাগে আসন রয়েছে ১ হাজার ৪০টি। মোট আসনের বাইরে বিভিন্ন কোটার জন্য আসন রয়েছে ৫৯টি।

[৭] উল্লেখ্য, গত ২০ নভেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষায় উত্তীর্ণদের আবেদন প্রক্রিয়া শুরু হয়। যা রোববার রাত ১২টা পর্যন্ত উন্মুক্ত ছিলো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়