শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুবিতে প্রতি আসনে লড়ছেন ৪০ শিক্ষার্থী

মাহমুদুল হাসান: [২] কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেছে ৪১ হাজার ৩২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে বিশ্ববিদ্যালয়টিতে প্রতি আসনের বিপরীতে লড়তে হবে ৪০ জন শিক্ষার্থীকে।

[৩] রোববার (৫ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এসব আবেদন জমা হয়।

[৪] সোমবার (৬ ডিসেম্বর) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব পার্থ চক্রবর্ত্তী এসব তথ্য জানান।

[৫] পার্থ চক্রবর্ত্তী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মোট আবেদন পড়েছে ৪১ হাজার ৩২৪টি। তবে ইউনিট ভিত্তিক কত আবেদন পড়েছে সেটা এখনই বলা যাচ্ছে না। খুব শীঘ্রই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনে সম্পাদনার জন্য সুযোগ দেওয়া হবে। এরপর ইউনিট ভিত্তিক আবেদনের বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।

[৬] কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩টি ইউনিটের অধীনে ৬টি অনুষদের বিভাগে আসন রয়েছে ১ হাজার ৪০টি। মোট আসনের বাইরে বিভিন্ন কোটার জন্য আসন রয়েছে ৫৯টি।

[৭] উল্লেখ্য, গত ২০ নভেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষায় উত্তীর্ণদের আবেদন প্রক্রিয়া শুরু হয়। যা রোববার রাত ১২টা পর্যন্ত উন্মুক্ত ছিলো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়