শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জম্মু-কাশ্মীরকে ধারাবাহিকভাবে দুর্বল করা হচ্ছে : মেহেবুবা মুফতি

রাশিদুল ইসলাম : [২] হিন্দি গণমাধ্যম ‘এবিপিলাইভ ডটকম’ বলছে, পিডিপি প্রধান মেহবুবা মুফতি বলেছেন, জম্মু-কাশ্মীরকে ল্যাবরেটরি বানিয়ে এখানে যে পরীক্ষা করা হচ্ছে তা সর্বত্র প্রয়োগ করা হচ্ছে। সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। তিনি বলেন, সরকার এ সময়ে ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারছে না। পারসটুডে

[৩] মেহেবুবা মুফতি বলেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পরে ‘সবকিছু ঠিক আছে’ তা দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটি ভুল। পরিস্থিতি যে ভালো নয়, এর সর্বশেষ উদাহরণ হলো সবজি বিক্রি করা এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা। গণমাধ্যমের স্বাধীনতা নেই। মানুষকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না।

[৪] তিনি বলেন, কয়েকবার জম্মু-কাশ্মীরের রাস্তায় এত রক্ত বয়েছে যে তা ধুয়ে ফেলতে হয়েছে। মেহবুবা মুফতি আরও বলেন, আমি যখনই কোথাও যেতে চাই, আমার বাড়িতে তালা পড়ে যায়। এই পরিবেশে আমার দম বন্ধ হয়ে আসে। এ ধরণের পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নারীরা।

[৫] সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা ‘আফস্পা’ প্রসঙ্গে মেহেবুবা মুফতি বলেন, যেখানে সন্ত্রাসী ঘটনা কম সেখানে ‘আফস্পা’ প্রত্যাহার করা বুদ্ধিমানের কাজ হবে। কেবলমাত্র বন্দুকের শক্তিবলে মানুষকে সঙ্গে রাখা যায় না বলেও মন্তব্য করেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়