শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ০২:১১ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলেছে ‘মিশন এক্সট্রিম’

বিনোদন ডেস্ক: বহুল আলোচিত বাংলাদেশি সিনেমা ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পেয়েছে গত ৩ ডিসেম্বর। বাংলাদেশসহ পাশ্চাত্যে এবং ওশেনিয়া অঞ্চলের ৪টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।

মুক্তির পর দেশের দর্শকের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে আরেফিন শুভ অভিনীত এ সিনেমাটি। ফলে ইতোমধ্যে প্রেক্ষাগৃহগুলো সপ্তাহ শেষ হবার আগেই দ্বিতীয় সপ্তাহে এটি প্রদর্শনের ঘোষণা দিয়েছে।

এদিকে পুলিশ অ্যাকশন থ্রিলারটি আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ আলোচিত হচ্ছে।

বিদেশের বিভিন্ন অঞ্চলের মতো আমেরিকার নিউইয়র্কেই বেশি জনপ্রিয়তা পেয়েছে সিনেমাটি। এছাড়া জ্যামাইকা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে চালানোর ঘোষণা দিয়েছে।

এ প্রসঙ্গে আমেরিকার ডিস্ট্রিবিউটর রাজ হামিদ বলেন, এই প্রেক্ষাগৃহে কোনো সিনেমা দ্বিতীয় সপ্তাহে চলা মানে সেটাকে আমেরিকার ‘সুপার হিট’ ধরে নেওয়া হয়।

এছাড়াও নিউইয়র্কে রিগাল এস্টোরিয়া ও রিগাল কোর্ট, সানফ্রানসিসকোসহ বেশ কয়েকটি শহরেও সিনেমাটি সাফল্যের সঙ্গে চলছে। ফ্যান্সের প্যারিসেও চলছে সিনেমাটি।

ফ্রান্সের পরিবেশক রাব্বানি খান জানান, প্যারিসের গোমোঁ মাল্টিপ্লেক্সে সিনেমাটি চলছে। সত্যি কথা বলতে এখানে দর্শকদের মাঝে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পরিবেশক তানিম আল মিনারুল মান্নান বলেন, সিডনির পাশাপাশি রাজধানী ক্যানবেরায় সিনেমাটি চলছে। সব জায়গায় প্রতিটি শো ৭০-৮০ শতাংশ দর্শক থাকছে, যা এই কোভিড পরিস্থিতিতেও হাউজফুল হিসেবে ধরা যায়।

সিনেমাটির যৌথ পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদসহ সিনেমাটির শিল্পী ও কলাকুশলীরা এমন সংবাদে আনন্দিত। সিনেমাটিতে অভিনয় করেছেন— তাসকিন রহমান,জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমীত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ জাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান সওদাগর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়