শিরোনাম
◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০২:১৩ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেতে চান ১৪’শ জন

হৃদয় আলম: [২] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ২০১ পদের বিপরীতে ১ হাজার ৩০০টি জীবন বৃত্তান্ত জমা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি

[৩] সোমবার (৬ ডিসেম্বর) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, শাখা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করতে আমরা জীবন বৃত্তান্ত আহ্বান করায়, সেখানে ১ হাজার ৪০০ জন জীবন বৃত্তান্ত জমা দিয়েছে৷ আমরা ২০১ জনের কমিটি দেওয়ার চিন্তা ভাবনা করছি। এরপর বিভিন্ন আবাসিক হল ও অনুষদগুলোর কমিটি গঠন করা হবে।

[৪] তিনি আরও বলেন, সংগঠনের সুনাম ক্ষুণ্নকারী, চাঁদাবাজির দায়ে অভিযুক্ত এবং লেবাসধারী জামাত শিবিরের কেউ যাতে কমিটিতে আসতে না পারে, সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখছেন।

[৫] এইদিকে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেছেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে আমরা সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। তারাও খুব আন্তরিক। মাঠপর্যায়ে যেসব নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শে ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন, আমরা তাদের তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে খুব শীঘ্রই জমা দিব। বিএনপি কিংবা জামায়াত পরিবারের সন্তান যারা বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রলীগের সঙ্গে সংযুক্ত হয়েছে, এদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কমিটিতে এদেরকে কোনোভাবেই আনা হবে না। বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিচ্ছি আমরা।

[৬] এর আগে ২০১৯ সালের ১৪ জুন চবি ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর দুই সদস্যের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার দু’বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এতে হতাশ হয়ে পড়ে নেতা-কর্মীরা। পরে গত ৯ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটির জন্য আগ্রহী নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত আহ্বান করে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। গত ২৮ নভেম্বর শেষদিন পর্যন্ত ১ হাজার ৪০০ জন নেতাকর্মী জীবনবৃত্তান্ত জমা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়