শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ১২:২৬ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাকরি স্থায়ীকরণের দাবিতে জাবিতে অস্থায়ী কর্মচারীদের মানববন্ধন

ওয়াজহাতুল ইসলাম: [২] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে বৃষ্টিতে ভিজে মানববন্ধন করেছেন। সোমবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

[৩] বৃষ্টিপাত উপেক্ষা করে প্রায় শতাধিক কর্মচারী ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে উপস্থিত ছিলেন। কর্মচারীদের দাবি তাদের স্থায়ী নিয়োগ দিতে হবে।

[৪] মানববন্ধন চলাকালে শেখ হাসিনা হলের মালি শরিফুল ইসলাম বলেন, ‘দৈনিক ৩৩০ টাকা মজুরিতে কাজ করে মাসে ১০ হাজার টাকাও উপার্জন হয় না আমাদের। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই টাকায় সংসার চালানো প্রায় অসম্ভব। আমার সাথে যারা স্থায়ী ভাবে নিয়োগ পেয়েছিল তারা তৃতীয় শ্রেণীতে চলে গেছে, তার বেতন ২০ হাজার আমার ৯ হাজার।'

[৫] সুফিয়া কামাল হলের হল অ্যাটেনডেন্ট নাঈম বলেন, ‘আমি ৭ বছর ধরে আছি, অফিস প্রধানের কাছে গেলে তিনি বলেন প্রশাসন থেকে কিছু বলছে না, আমরা নিরুপায়। পেটের দায়ে আজকে এখানে এসেছি। আমার মত ১৭০ জন কর্মচারী রয়েছে। আমাদের একটাই দাবি আমাদের স্থায়ী নিয়োগ দিতে হবে।’

[৬] এসময়ে নিজেদের কথা বলতে গিয়ে কর্মচারীরা অনেকে কান্নায় ভেঙে পড়েন। এদের মধ্যে অনেকে ১৫ থেকে ১৮ বছর ধরে অস্থায়ীভাবে কাজ করছেন। নিজেদের অসহায়ত্বের কথা বলতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা হল অ্যাটেনডেন্ট বলেন, ‘ আমার স্বামী প্রতিবন্ধী, দুইটা মেয়ে আছে। এই বেতনে সংসার চালানো আমার জন্যে সম্ভব হচ্ছে না আর। এর উপর একদিন অনুপস্থিত থাকলে ঐদিনের মজুরি কেটে রাখা হয়। এভাবে চলা যায় না।’

[৭] এ বিষয়ে জাবি'র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টা আমি দেখেছি কিন্তু আমার একার পক্ষে কোনো সিদ্ধান্ত দেয়া সম্ভব নয়। এটা নিয়ে ভিসি ম্যামের সাথে আমি কথা বলবো।’

[৮] এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার রাশেদা আখতার বলেন, ‘তাদের নিয়োগ দেয়ার মত পদ এখন খালি নেই। আমরা ইউজিসির সাথে কথা বলবো। নতুন পদ সৃষ্টি করে তাদেরকে নিয়োগ দেয়ার চেষ্টা করবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়