মাসুদা ভাট্টি: আপনার পক্ষের নারীর অবমাননা হলে প্রতিবাদ করবেন আর বিপক্ষের হলে তাদের আয়োজন করে কুৎসিত আক্রমণের জন্য স্ট্যাটাস দেবেন, আপনি নিজেই তো একজন নারী অবমাননাকারী। আগে নিজের অবস্থানকে সঠিক করুন, অন্য নারীকে লক্ষ্যবস্তুতে পরিণত করা বন্ধ করুন। আপনার মতো নোংরা মানুষরাই সব দলে সব দেশে নারীকে টার্গেট করে আক্রমণ করে। আমাদের কাজ আপনাদের চিহ্নিত করা আর আপনাদের প্রতি ঘৃণা বর্ষণ করা। নারী অবমাননার প্রতিবাদ হচ্ছে এবং সেটা অব্যাহত থাকবে সব সময় তা সে যেই-ই করুক না কেন।