সৈয়দা সাজিয়া আফরিন: স্বীকার করেন বা অস্বীকার করেন নারীদের নিয়ে পুরুষের মন্তব্য এরকমই। বলতে বলতে পুরুষ রসে গলে গলে পড়ে। বিগত যৌবনা পুরুষগুলো মন্তব্য করে আবেদনময়ী কোনো নারীকে নিয়ে। পুরুষগুলো তার যৌবন হারানোকে সহজভাবে মানতে পারে না। খারাপ কথা বলে বলে তাদের একধরনের অর্গাজম হয়। এই জিনিসটা পার্ভার্টদের একটা প্রজাতি।
নারীর সঙ্গে যেকোনো বিরোধে তারা প্রাসঙ্গিক কথাটা না বলে নারীর চরিত্রের দিকে যায়। নারীর আরেকটা প্রতিশব্দ চরিত্র। চরিত্রের দিকে যাইতে যাইতে তারা নিজেদের অপবিত্র ময়লা মুখ দিয়ে গু বাইর করতে থাকে। ধরেন একটা ছেলে আর একটা মেয়ে একই পদে থেকে একই দুর্নীতি করে বড়লোক হলো। বিশ্লেষণে পাবেনÑ ছেলেটা দুর্নীতিবাজ আর মেয়েটা হোর আচ্ছা ছেলেটা কেন হোর নয়? মেয়েটা কেন দুর্নীতিবাজ নয়? করোনার সময়ে গ্রেপ্তার হওয়া ডা. সাবরিনার পোশাক নিয়ে অশ্লীল মন্তব্য করা মানুষগুলো আর এই প্রতিমন্ত্রী কী এক নয়? নাকি শুধু নিজেদের দলের মতের আর কাছের নারী হলেই প্রতিবাদ?