শিরোনাম
◈ ক্রিকেটারদের শ্লীলতাহানি দুঃখজনক, ভারতের ভাবমূর্তির জন্য লজ্জার: বি‌সিসিআই ◈ চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধি ও বিদেশি অপারেটর নিয়োগে সমালোচনার ঝড় ◈ যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো দেশে এলো আমদানি করা প্রায় ৫৭ হাজার টন গম ◈ ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি ◈ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: তারেক রহমান ◈ দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক, নতুন সম্ভাবনায় আশাবাদ দুই দেশ ◈ ফজরের পর কবরস্থানে দেখা গেল গা শিউরে ওঠা দৃশ্য! (ভিডিও) ◈ মিছিলে ডামি রাইফেল উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যা ঘটল (ভিডিও) ◈ রো‌হিত ও কোহলির ব‌্যা‌টে অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে জয় পে‌য়ে হোয়াইটওয়াশ এড়া‌লো ভারত ◈ জুলাই সনদ বাস্তবায়নের খসড়া উপস্থাপনে অপারগ জাতীয় ঐকমত্য কমিশন: এনসিপি

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০২:০৮ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়াসমিন শান্তা: তথ্য প্রতিমন্ত্রী আপনার রিহ্যাবে যাওয়া উচিত

জিয়াসমিন শান্তা: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসনে বসা কোনো ব্যক্তির মুখের ভাষার এই শ্রী শুনে মনে হচ্ছে আমরা দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। এসব নিয়ে কথা বলার রুচি আসলেই নেই কিন্তু ডোন্ট কেয়ার মুডে থাকলে বা নীবর থাকলে সমাজের অতি বুঝদার শ্রেণি মনে করে অপরাধী তাই হয়তো চুপ মেরে আছে। আর কথা আমাদেরই বলতে হবে নয়তো এসব ফালতু লোকদের মুখ দিয়ে বের হওয়া বিষে সব ধ্বংস হয়ে যাবে।

এই লোক এতোবড় স্পর্ধা নিয়ে কথা বলে যদি বহাল তবিয়তে থাকে তাহলে দলের সবাইকে বলছি রাজনীতি করা একটি মেয়েও যদি নৈতিক, চরিত্রবান থেকে থাকে তার দীর্ঘশ্বাস থেকে কেউ রক্ষা পাবে না। এই প্রতিমন্ত্রী একজনকে ইঙ্গিত করে কথা বলেনি, বলেছে সকল মেয়েকে নিয়ে যারা রাজনীতি করে। আমি ছাত্রলীগের কেন্দ্রীয় পদে আছি, আমি একক কোনো মেয়ে নই। ছাত্রলীগের হাজার হাজার মেয়ের প্রতিনিধি আমি। আমি আমার অবস্থান থেকে জানতে চাই কোন সাহসে আপনি এভাবে ছাত্রলীগ বা ছাত্রলীগের মেয়েদের দিকে এ ধরনের তকমা ছুড়ে দিয়ে কথা বললেন?

প্রতিমন্ত্রী চাওয়া বা যোগ্যতার চেয়ে বেশি পেয়ে গেছেন, তাই হজম না হয়ে বদহজম হওয়াতেই এসব কথাবার্তা বলছেন। আপনার রিহ্যাবে যাওয়া উচিত। মিনিমাম গার্ডস থাকলে আপনি রোকেয়া হল বা শামসুন্নাহার হলের মেয়েদের সামনে আসুন, আপনাকে যথোপোযুক্ত ভাষা শিখিয়ে দিবো মাননীয়। আপনাকে সাইকো ছাড়া আর কিছুই মনে হয়নি। আর বাতুল লোক সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় পদে থাকার যোগ্য নয়। আপনার যে মুখের ভাষা সে মুখে পবিত্র জয় বাংলার কথা শুনলে লজ্জা, ঘৃণা ও ক্রোধ হয়। প্রেসের মাধ্যমে এই বিশিষ্টের বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই। Jiasmin Shanta-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়