লিহান লিমা: [২]অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিডের টিকার অন্যতম উদ্ভাবক অধ্যাপক সারাহ গিলবাট বলেছেন, মহামারী মোকাবেলায় আরো তহবিল এবং প্রস্তুতি প্রয়োজন।
[৩]এই সময় তিনি সতর্ক করে বলেন, ওমিক্রনের মতো করোনার বৈকল্পিক ধরনগুলোর বিরুদ্ধে টিকা খুব কমই কার্যকরী হতে পারে। এই ধরণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার পূর্বে মানুষকে সচেতন থাকতে হবে। কারণ ওমিক্রনের স্পাইক প্রোটিনে ভাইরাসের সংক্রমণযোগ্যতা বাড়ানোর পরিচিত মিউটেশন রয়েছে।
[৪]তিনি বলেন, ভাইরাস কতদিন পর্যন্ত আমাদের জীবন ও জীবনযাত্রার জন্য হুমকি হয়ে থাকবে তার কোনো শেষ সীমা নেই। সত্যটা হলো, পরবর্তীটা আরো বেশি ভয়ানক হবে, আরো বেশি সংক্রামক এবং প্রাণঘাতী হবে।’
[৫]গিলবাট বলেন, আমরা যে সব কিছুর মধ্য দিয়ে গিয়েছে তা পুনরায় হতে দিতে পারি না। এখনো মহামারী মোকাবেলার জন্য কোনো তহবিল নেই।