শিমুল মাহমুদ: [২] দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
[৩] তিনি বলেন, তারা প্রধানমন্ত্রীকে মনে করেন সবচেয়ে বড় মেডিসিনের ডাক্তার, ওবায়দুল কাদের তিনি নিজেকে মনে করেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সার্জন আর হাছান মাহমুদ নিজেকে গ্যাস্ট্রোলজির বিখ্যাত অধ্যাপক মনে করেন।
[৪] রিজভী বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যদি এতই ভাল হয় তাহলে চার্টার বিমানে করে ওবায়দুল কাদেরকে কেন বিদেশ নেয়া হয়েছিল ?
[৫] সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী সম্রাটের মতো, সুলতানের মত দেশ চালাচ্ছেন। আর তার মন্ত্রীরা আমিরের মত চলেন।তিনি প্রধানমন্ত্রী যা বলেন তার আমির ওমরারা একই বুলি আওড়াতে থাকে।তিনি যা বলেন তার মন্ত্রীরা আরও বাড়িয়ে বলেন।
[৬] রিজভী বলেন, আইনমন্ত্রী তার চাকরি ধরে রাখার জন্যে শেখ হাসিনার মতো মিথ্যাচার করে যাচ্ছেন ।
[৭] শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।