রাশিদুল ইসলাম : [৩] জাতীয় সংগীতের পূর্বে সকল বিদ্যালয়ে প্রজ্ঞাপন/তলব অনুযায়ী প্রভাতী সমাবেশে পবিত্র কোরআন তেলাওয়াতের পর দরূদ শরীফ পাঠ করা হবে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার এ নির্দেশ দিয়েছেন। স্টার্টআপ
[৩] আদেশ জারি করার সময় দরূদ শরীফ পাঠ বরকত বয়ে আনে এবং নিরাপদ রাখে বলে মুখ্যমন্ত্রী বলেন। তিনি বলেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত সম্পর্কে সচেতন হওয়ার জন্য এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দরূদ শরীফ পাঠ হল নবী (সাঃ) এর প্রতি সম্মান প্রদর্শনের অভিব্যক্তি।
[৪] সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সিদ্ধান্তের সমালোচনা করে অনেকে বলছেন এটি অমুসলিম শিক্ষার্থীদের মাঝে বিভেদ সৃষ্টি করবে।
[৫] ইতোমধ্যে স্কুলগুলোর এ ব্যাপারে সার্কুলার দিয়ে জানানো হয়েছে।