শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০২:৩৪ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশে না গিয়েও অমিক্রনে সংক্রমিত কর্ণাটকের চিকিৎসক

নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে এখন আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হলেও দ্রুতই বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই ধরন। অমিক্রন ছড়িয়েছে ভারতেও। গতকাল বৃহস্পতিবার দেশটির দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে দুই ব্যক্তির শরীরে অমিক্রন সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে একজন চিকিৎসক। সাম্প্রতিক সময়ে বিদেশে ভ্রমণ না করেও অমিক্রনে সংক্রমিত হয়েছেন তিনি। প্রথম আলো

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, কর্ণাটকে যে দুজনের অমিক্রন শনাক্ত হয়েছে, তাঁদের একজন বিদেশ থেকে ফিরেছেন। অন্যজন সেখানকার একজন চিকিৎসক। তিনি স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। এ ঘটনা রাজ্যে অমিক্রন ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। তবে সংক্রমিত দুজনের নাম–পরিচয় জানানো হয়নি।

এ বিষয়ে কর্ণাটকের কোভিড–১৯ বিষয়ক টাস্কফোর্সের জেনোমিক সার্ভিল্যান্স কমিটির সদস্য বিশাল রাও এনডিটিভিকে জানান, বিদেশে না গিয়েও একজন চিকিৎসক অমিক্রনে সংক্রমিত হয়েছেন। এর অর্থ হলো করোনার এ ধরনটি হয়তো স্থানীয়ভাবে ছড়াতে শুরু করেছে। এর অন্যতম কারণ হতে পারে, বিদেশফেরত ব্যক্তিদের সঙ্গে সবাই অবাধে মিশছেন।

তবে কি কর্ণাটকে আগেই অমিক্রন প্রবেশ করেছে? এমন প্রশ্নের জবাবে বিশাল রাও বলেন, কর্তৃপক্ষ অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছে। রাজ্যে আগে থেকে করোনাভাইরাসের এই ধরনের প্রবেশ করার সুযোগ ছিল না।
তবে সতর্ক থাকার পরও কর্ণাটকে অমিক্রন শনাক্ত হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের অমিক্রন প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশাল রাও। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, ভেন্টিলেশন ও অক্সিজেন নিশ্চিত করতে কী পরিমাণ বিনিয়োগ করা হয়েছে, তার চেয়ে জরুরি করোনার অমিক্রন ধরন প্রতিরোধে আগে থেকে ব্যবস্থা নেওয়া। কেননা এখনো রাজ্যে শনাক্তের হার ১ শতাংশের নিচে রয়েছে। এটা বাড়তে দেওয়া যাবে না।’

অমিক্রন প্রতিরোধে লকডাউন কিংবা শাটডাউন সর্বশেষ কৌশল মন্তব্য করে বিশাল রাও আরও বলেন, জনগণকে এগিয়ে আসতে হবে। সচেতন হতে হবে। করোনা প্রতিরোধে যাবতীয় নিয়মকানুন মেনে চলতে হবে।
ভারত ইতিমধ্যে করোনার একাধিক ঢেউয়ের ধাক্কা সামলেছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে তিন কোটি মানুষ। করোনায় মারা গেছেন ৪ লাখ ৬৯ হাজারের বেশি ভারতীয়। এমনকি ভারত থেকে ছড়ানো করোনার ডেলটা ধরন বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়িয়েছে।

এখন অমিক্রন কি ভারতে করোনার নতুন আরেকটি ঢেউয়ের জন্য দায়ী হবে, এমন প্রশ্ন রাখা হয়েছিল বিশাল রাওয়ের কাছে। জবাবে তিনি বলেন, ‘এর অনেকগুলো নির্দেশক রয়েছে। তবে এখন পর্যন্ত নতুন আরেকটি ঢেউ শুরুর নির্দেশক দেখা যায়নি। তবে সাধারণ মানুষকে আমরা বলতেই পারি, করোনার বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি। হয়তো শিগগিরই শেষ হবেও না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়