সুজন কৈরী : [২] রাজধানীর দারুস সালাম এলাকা থেকে রূপার পায়েল চোরাচালানকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের নাম- আলী হোসেন ও আবু জাফর।
[৩] দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বুধবার সরকারী বাংলা কলেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সাইজের ও নকশার রূপার তৈরি ৫০০ পিস বিদেশি পায়েল (নূপুর) উদ্ধার করা হয়।
[৪] তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা রূপার তৈরি বিদেশি পায়েলের আমদানী শুল্ক বা কর পরিশোধ সংক্রান্তে কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তারা ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মূল্যবান রূপার তৈরি পায়েল (নূপুর) দেশে এনে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করতেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা হয়েছে।