শিরোনাম
◈ দুই দশক পর তারেক রহমান চট্টগ্রামে: ভোর থেকে পলোগ্রাউন্ডে বিএনপির নেতাকর্মীদের ভিড় ◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের ◈ ‌বি‌পিএল চ্যাম্পিয়ন হয়ে শান্তরা পেলো ২ কোটি ৭৫ লাখ টাকা ◈ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের ◈ সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি ◈ শান্তিপ্রিয় বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করবে: প্রণয় ভার্মা ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র জারি ◈ আইসিসি আমাদের অনুরোধে সাড়া দেয়নি, কিছু করার নেই: বিসিবি  ◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ১০:৫৯ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ৫ বছরে ৬ লাখের বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন

রাশিদুল ইসলাম : [২] ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় সরকারিভাবে ওই তথ্য জানানো হয়। হিন্দি গণমাধ্যম ‘আজতক’ বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় বিস্তারিত তথ্য দিয়ে বলেন, গত বছরগুলোতে, ৬ লাখেরও বেশি লোক ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।

[৩] ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়র হিসেবে ১ কোটি ৩৩ লাখ ৮৩ হাজার ৭১৮ জন ভারতীয় নাগরিক বিদেশে রয়েছেন।

[৪] ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ২০১৭ সালে ১ লাখ ৩৩ হাজার ৪৯ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছিলেন। ২০১৮ সালে নাগরিকত্ব ছেড়েছিলেন ১ লাখ ৩৪ হাজার ৫৬১ জন ২০১৯ নাগরিকত্ব ছাড়েন ১ লাখ ৪৪ হাজার ১৭ জন ভারতীয় নাগরিক। ২০২০ সালে ৮৫ হাজার ২৪৮ জন এবং চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, ১ লাখ ১১ হাজার ২৮৭ জন ভারতীয় তাদের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।

[৫] সংসদে পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি মালা রায় দেশে জাতীয় নাগরিক পঞ্জি বা ‘এনআরসি’র অবস্থা নিয়ে প্রশ্ন করেছিলেন। এর জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, এখনও পর্যন্ত সরকার জাতীয় পর্যায়ে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন (এনআরসি) প্রস্তুত করার সিদ্ধান্ত নেয়নি। তিনি আরও বলেন, অসমের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৯ সালের ৩১ আগস্ট এনআরসিতে অন্তর্ভুক্ত এবং অন্তর্ভুক্ত নয় এমন ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়েছে। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়