শিরোনাম
◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ১০:৫৯ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ৫ বছরে ৬ লাখের বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন

রাশিদুল ইসলাম : [২] ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় সরকারিভাবে ওই তথ্য জানানো হয়। হিন্দি গণমাধ্যম ‘আজতক’ বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় বিস্তারিত তথ্য দিয়ে বলেন, গত বছরগুলোতে, ৬ লাখেরও বেশি লোক ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।

[৩] ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়র হিসেবে ১ কোটি ৩৩ লাখ ৮৩ হাজার ৭১৮ জন ভারতীয় নাগরিক বিদেশে রয়েছেন।

[৪] ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ২০১৭ সালে ১ লাখ ৩৩ হাজার ৪৯ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছিলেন। ২০১৮ সালে নাগরিকত্ব ছেড়েছিলেন ১ লাখ ৩৪ হাজার ৫৬১ জন ২০১৯ নাগরিকত্ব ছাড়েন ১ লাখ ৪৪ হাজার ১৭ জন ভারতীয় নাগরিক। ২০২০ সালে ৮৫ হাজার ২৪৮ জন এবং চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, ১ লাখ ১১ হাজার ২৮৭ জন ভারতীয় তাদের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।

[৫] সংসদে পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি মালা রায় দেশে জাতীয় নাগরিক পঞ্জি বা ‘এনআরসি’র অবস্থা নিয়ে প্রশ্ন করেছিলেন। এর জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, এখনও পর্যন্ত সরকার জাতীয় পর্যায়ে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন (এনআরসি) প্রস্তুত করার সিদ্ধান্ত নেয়নি। তিনি আরও বলেন, অসমের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৯ সালের ৩১ আগস্ট এনআরসিতে অন্তর্ভুক্ত এবং অন্তর্ভুক্ত নয় এমন ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়েছে। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়