শিরোনাম
◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও) ◈ ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও)

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ১০:৫৯ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ৫ বছরে ৬ লাখের বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন

রাশিদুল ইসলাম : [২] ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় সরকারিভাবে ওই তথ্য জানানো হয়। হিন্দি গণমাধ্যম ‘আজতক’ বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় বিস্তারিত তথ্য দিয়ে বলেন, গত বছরগুলোতে, ৬ লাখেরও বেশি লোক ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।

[৩] ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়র হিসেবে ১ কোটি ৩৩ লাখ ৮৩ হাজার ৭১৮ জন ভারতীয় নাগরিক বিদেশে রয়েছেন।

[৪] ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ২০১৭ সালে ১ লাখ ৩৩ হাজার ৪৯ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছিলেন। ২০১৮ সালে নাগরিকত্ব ছেড়েছিলেন ১ লাখ ৩৪ হাজার ৫৬১ জন ২০১৯ নাগরিকত্ব ছাড়েন ১ লাখ ৪৪ হাজার ১৭ জন ভারতীয় নাগরিক। ২০২০ সালে ৮৫ হাজার ২৪৮ জন এবং চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, ১ লাখ ১১ হাজার ২৮৭ জন ভারতীয় তাদের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।

[৫] সংসদে পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি মালা রায় দেশে জাতীয় নাগরিক পঞ্জি বা ‘এনআরসি’র অবস্থা নিয়ে প্রশ্ন করেছিলেন। এর জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, এখনও পর্যন্ত সরকার জাতীয় পর্যায়ে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন (এনআরসি) প্রস্তুত করার সিদ্ধান্ত নেয়নি। তিনি আরও বলেন, অসমের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৯ সালের ৩১ আগস্ট এনআরসিতে অন্তর্ভুক্ত এবং অন্তর্ভুক্ত নয় এমন ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়েছে। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়